Murshidabad News- শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে অধীর রঞ্জন চৌধুরীর অবস্থান বিক্ষোভ

Last Updated:

শনিবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে বহরমপুর পৌরসভার কংগ্রেস প্রার্থীদের নিয়ে জেলা পুলিশ সুপারের অফিসের উদ্দেশ্য রওনা দেন অধীর বাবু। সেখানে জেলা পুলিশ সুপার কে সবরী রাজ কুমারের সঙ্গে দেখা করতে গেলে, তাকে বাধা দেয় পুলিশ কর্মীরা বলে অভিযোগ

দলীয় প্রার্থীদের নিয়ে ধর্না অধীর চৌধুরীর 
দলীয় প্রার্থীদের নিয়ে ধর্না অধীর চৌধুরীর 
#বহরমপুরঃ আগামী ২৭শে ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলার সাতটি পৌরসভার নির্বাচন । নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত মুর্শিদাবাদ জেলার রাজনীতি  (Murshidabad News)। শনিবার দুপুরে বহরমপুর পৌরসভার, কংগ্রেস প্রার্থীদের উপর অত্যাচারের প্রতিবাদে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে কংগ্রেস প্রার্থীদের নিয়ে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ মিছিল করলেন লোকসভা পরিষদীয় দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury)। শনিবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে বহরমপুর পৌরসভার কংগ্রেস প্রার্থীদের নিয়ে জেলা পুলিশ সুপারের অফিসের উদ্দেশ্য রওনা দেন অধীর বাবু। সেখানে জেলা পুলিশ সুপার কে সবরী রাজ কুমারের সঙ্গে দেখা করতে গেলে, তাকে বাধা দেয় পুলিশ কর্মীরা বলে অভিযোগ। অধীর চৌধুরী তার কর্মীদের নিয়ে, জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বসে পড়েন অবস্থান বিক্ষোভে। পরে জেলা পুলিশ সুপারের অনুমতি পেয়ে কংগ্রেস প্রার্থীদের নিয়ে পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী।
এদিন অধীর চৌধুরী বলেন, তিনি জেলা পুলিশ সুপারকে জানিয়েছেন, যারা এলাকায় এলাকায় সন্ত্রাস চালাচ্ছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে অবিলম্বে পুলিশকে ব্যবস্থা নিতে হবে (Murshidabad News)। পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ করতে হবে। জেলা পুলিশ সুপার অধীর বাবুর অভিযোগ এবং প্রার্থীদের অভিযোগ শুনেছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, শুক্রবার কংগ্রেসের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর প্রার্থীদের ঘরে রাখতে প্রার্থীদের পার্টি অফিসে নিয়ে এসে কার্যত শুক্রবার সারারাত প্রার্থী পাহাড়া দিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Murshidabad News)। শুক্রবার রাতেই দিল্লি থেকে ফিরেই দলীয় প্রার্থীদের নিয়ে জেলা কংগ্রেস কার্যালয়ে রাত কাটালেন অধীর চৌধুরী। কংগ্রেস প্রার্থীদের জোর করে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে শুক্রবার অভিযোগ উঠেছিল। সেই খবর জেনে রাত্রেই প্রার্থীদের পার্টি অফিসে চলে আসতে নির্দেশ দেন বহরমপুরের সাংসদ। অধীর চৌধুরী বলেন, "আমি নিজে শুক্রবার রাতে এই ঘটনা শোনার পর সবাইকে বললাম পার্টি অফিসে চলে আসুন আপনারা যারা প্রার্থী রয়েছেন। আমি গোটা রাত পার্টি অফিসেই ছিলাম।"
advertisement
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৭শে ফেব্রুয়ারি বহরমপুর পৌরসভা সহ মুর্শিদাবাদ জেলার সাতটি পৌরসভার নির্বাচন। সেই নির্বাচনে কংগ্রেস সহ শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিজেপি ইতিমধ্যেই মনোনয়ন পত্র জমা দিয়েছে। শনিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে অধীর রঞ্জন চৌধুরীর অবস্থান বিক্ষোভ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement