Murshidabad News: 'ভুল' ভ্যাকসিনে ফুলে গিয়েছে শিশুর হাত! মহিলা স্বাস্থ্যকর্মীকে আটকে বিক্ষোভ পরিবারের

Last Updated:

শিশুকে ভুল ভ্যাকসিন দেওয়ার অভিযোগে মহিলা স্বাস্থ্যকর্মীকে আটকে বিক্ষোভ দেখাল শিশুটির পরিবার

মুর্শিদাবাদ: তিন মাস আগে এক শিশুকে ভুল ভ্যাকসিন দেওয়ার অভিযোগে বুধবার মহিলা স্বাস্থ্যকর্মীকে আটকে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। রঘুনাথগঞ্জের ঘটনা। শিশুর পরিবারের সদস্যদের অভিযোগ, ওই স্বাস্থ্য কর্মী ভ্যাকসিন দেওয়ার পর থেকেই শিশুটির হাত ফুলে গিয়েছে। তারপর থেকেই ব্যথায় খাওয়া দাওয়া করছে না সে। এমনকি ব্যথায় ঘুমোতেও পারছে না বলে পরিবারের দাবি। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
রঘুনাথগঞ্জ-২ ব্লকের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের ইমামনগর স্বাস্থ্য কেন্দ্রের কর্মী দেবযানী রায়কে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। তাঁর কাছে ক্ষতিপূরণও চাওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে ওই স্বাস্থ্যকর্মীকে উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
advertisement
এই প্রসঙ্গে জঙ্গিপুর মহকুমার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার অবিনাশ কুমার বলেন, অনেক ক্ষেত্রে কোন‌ও কোন‌ও শিশুর এই সমস্যা দেখা দেয়। সঠিকভাবে চিকিৎসা হলে তা সেরেও যায়। হাসপাতালে এলে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।
জানা গিয়েছে, মাস তিনেক আগে স্বাস্থ্য শিবিরে শ্রীধরপুরের বছর দেড়েকের শিশু জিশান শেখকে ভ্যানসিন দেওয়া হয়। ভ্যানসিন দেন ইমামনগর স্বাস্থ্য কেন্দ্রের কর্মী দেবযানী রায়। শিশুটির পরিবারের দাবি, ভ্যাকসিন দেওয়ার পর থেকেই তার ডান হাত ফুলে যায়৷ ব্যথায় শিশুটি সবসময় কান্নাকাটি করছে। রাতেও ঘুমায় না। সমস্যার কথা ওই স্বাস্থ্যকর্মীকে জানালেও তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: 'ভুল' ভ্যাকসিনে ফুলে গিয়েছে শিশুর হাত! মহিলা স্বাস্থ্যকর্মীকে আটকে বিক্ষোভ পরিবারের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement