Murshidabad News: সে কথা বলতে পারেনা! রঘুনাথগঞ্জের ধাবা মালিকের কাছেই বড় হচ্ছে সে
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
আট বছর বছর আগে হঠাৎই এক মুখ ও বধীর শিশু হাজির হয় মানজিৎ সিং মনির ধাবায়। সেই থেকেই তিনি তাকে সন্তান স্নেহে পালন করছেন।
মুর্শিদাবাদঃ রঘুনাথগঞ্জের ধাবার মালিকের এক মানবিক মুখ, যা জানলে গর্বিত হবেন আপনিও। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মঙ্গলজন এলাকায় এক ধাবা মালিকের কাছেই লালিত হচ্ছে মুক ও বধির এক বালক। দীর্ঘ আট বছর আগে মঙ্গলজনের এক পাঞ্জাবি ধাবাতে কোনও এক লরিতে করেই একটি ছোট্ট শিশু এসে পৌঁছয়।মঙ্গলজনের পাঞ্জাবী ধাবার মালিক মানজিৎ সিং মনি সেই শিশুটিকে আশ্রয় দেয় হোটেলে।
পরবর্তীতে আপ্রাণ চেষ্টাও করেন তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বিভিন্ন ভাবে চেষ্টা করা হলেও বেশ কিছু মানুষজন এসেছে তাকে দেখে গিয়েছে, কিন্তু কেউ আর তাকে ফিরিয়ে নিয়ে যায়নি। সেই দিন থেকে আজ পর্যন্ত পাঞ্জাবী ধাবাতে পুত্রের স্নেহে লালিত পালিত হচ্ছে সেই মুখ বধির শিশুটি। আজও পুত্রের স্নেহে রেখেছেন সেই শিশুটিকে পাঞ্জাবি ধাবার মালিক মানজিৎ সিং মনি।
advertisement
পাঞ্জাবী ধাবার মালিক মানজিৎ সিং মনি জানান, তিনি দীর্ঘদিন ধরেই রঘুনাথগঞ্জে ৩৪নং জাতীয় সড়কের ধারে হোটেল চালিয়ে আসছেন। সড়কের ওপর হোটেল থাকার কারণে বহু সাধারণ মানুষ খেতে আসেন। তবে আট বছর বছর আগে হঠাৎই এই মুখ ও বধীর শিশু হাজির হয়। সে কিছু না বলতে পারার কারণেই ধাবাতেই লালন পালন করে চলেছেন। নাম দেওয়া হয়েছে জিঙ্গো।
advertisement
advertisement
আর জিঙ্গো এখন মানজিৎ সিং কাছেই বড় হচ্ছে। বহু সংবাদ মাধ্যমে ছবি দিয়ে প্রচার করা হলেও কেউ নিয়ে যায়নি। তবে যে সমস্ত পথ চলতি লরি বা গাড়ির চালকরা আসেন তারাও জিঙ্গোকে এক নামে চেনেন। তারাও স্নেহ করেন জিঙ্গোকে।
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 8:34 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: সে কথা বলতে পারেনা! রঘুনাথগঞ্জের ধাবা মালিকের কাছেই বড় হচ্ছে সে