Murshidabad News: সীমান্ত এলাকার মানুষকে পাশে পেতে নিত্য প্রয়োজনীয় জিনিস 'উপহার' বিএসএফের

Last Updated:

সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাধারণ মানুষের যথেষ্ট ভূমিকা আছে। বিশেষ করে চোরাচালান ঠেকাতে এলাকার মানুষের তথ্য অনেক সময়‌ই কাজে লাগে। সেই তাঁদের আরও কাছে টানতে সিভিক অ্যাকশন অনুষ্ঠানের মাধ্যমে এলাকায় নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করল বিএসএফ

+
title=

মুর্শিদাবাদ: সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদ। এই জেলার সীমান্তবর্তী ব্লকগুলির নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে রাজ্য পুলিশের পাশাপাশি বিএসএফের বড় ভূমিকা থাকে। অনেক সময়ই সীমান্তবর্তী এলাকায় চলাচলের ক্ষেত্রে বিএসএফের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের কিছু ভুল বোঝাবুঝি ঘটে। সেই সমস্ত দূরত্ব মিটিয়ে এলাকার মানুষকে আরও কাছে টানতে বিশেষ উদ্যোগ সীমান্ত রক্ষী বাহিনীর। এই উদ্দেশ্যে জলঙ্গির খয়েরতলায় বিএস‌এফের ১১৭ নম্বর ব্যাটেলিয়ান সিভিক অ্যাকশন অনুষ্ঠান আয়োজন করে।
খয়েরতলা বিএসএফ ক্যাম্পে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এলাকার ক্রীড়াপ্রেমীদের হাতে খেলাধুলোর নানান সামগ্রী তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। পাশাপাশি, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যেমন- খাটিয়া, বাসনপত্র, প্রেসার কুকার বিতরণ করা হয়। ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ সহ অন্যান্য লেখাপড়ার জিনিস দেওয়া হয়।
advertisement
advertisement
উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকার গরিব দুঃস্থদের বিভিন্নভাবে সাহায্য করে থাকেন বিএসএফ জ‌ওয়ানরা। বছরের বিভিন্ন সময় নানান কর্মসূচি নেওয়া হয় বিএসএফের তরফ থেকে। গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনও সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে সাবসিডি দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল খোলা হয়েছিল খয়েরতলা বিএসএফ ক্যাম্পে। বিএসএফের এই উদ্যোগে খুশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষজন।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: সীমান্ত এলাকার মানুষকে পাশে পেতে নিত্য প্রয়োজনীয় জিনিস 'উপহার' বিএসএফের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement