Murshidabad News- জলঙ্গীতে প্রকাশ্যে বোমাবাজি 

Last Updated:

ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা 

+
জলঙ্গীতে

জলঙ্গীতে প্রকাশ্যে বোমাবাজি রাস্তা অবরোধ করে বিক্ষোভ 

#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার খয়রামারি গ্রাম পঞ্চায়েতে, বাজেটের মিটিং চলাকালীন হরেকৃষ্ণপুর গ্রামের সদস্য আলতাফুর রহমান ও সঞ্চালক কে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার জেরে প্রকাশ্যে চলল বোমাবাজি। উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ জেলার জলঙ্গী। বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের খয়রামারি গ্রাম পঞ্চায়েতে দিনে দুপুরে চলল বোমাবাজি।এলাকার বাসিন্দারা জানান, স্হানীয় দুষ্কৃতীরা বোমা মারে। গ্রাম পঞ্চায়েতের পুর্ত কমার্ধ্যক্ষ আলতাফুর রহমান ও সঞ্চালককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল মহকুমা পুলিশ প্রশাসন। ডোমকল মহকুমা আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরীর তৎপরতায় উদ্ধার করা হয় আলতাফ মন্ডল নামের পঞ্চায়েত সদস্য ও সঞ্চালককে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যক্ষদর্শীরা কয়েক ঘণ্টা বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে ডোমকল মহকুমা পুলিশের তৎপরতায় এই অবরোধ উঠে যায়।
এলাকার বাসিন্দারা এও জানান, সাগরপাড়া থানার খয়রামারি গ্রাম পঞ্চায়েতের বাজেটের মিটিং চলাকালীন পঞ্চায়েত সদস্য আলতাফুর রহমান ও সঞ্চালক কে মারধর করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। গ্রাম পঞ্চায়েতের সামনে বোমাবাজি করা হয়। ঘটনার জেরে অভিযুক্তদের কঠর শাস্তি দাবি করেছেন আলতাফুর রহমান। পঞ্চায়েতের পুর্ত কর্মাধ্যক্ষ আলতাফুর রহমান জানান, "আমি পঞ্চায়েতে গল্প করার সময় আমাকে দুষ্কৃতীরা তুলে নিয়ে যায়। আমার মুখে বোমা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমি দোষীদের শাস্তি দাবি করছি।"
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- জলঙ্গীতে প্রকাশ্যে বোমাবাজি 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement