হোম /খবর /মুর্শিদাবাদ /
ফের সক্রিয় মুর্শিদাবাদের হাসপাতালে রক্তের দালাল চক্র! হাতেনাতে ধরল জনতা

Murshidabad News: মুমূর্ষু রোগীর জরুরি রক্তের প্রয়োজন, টাকা নিয়ে পালাল দালাল! মুর্শিদাবাদে সক্রিয় দালাল চক্র

মুমূর্ষু রোগীর জরুরি রক্তের প্রয়োজন, টাকা নিয়ে পালাল দালাল! মুর্শিদাবাদে সক্রিয় দালাল চক্র

মুমূর্ষু রোগীর জরুরি রক্তের প্রয়োজন, টাকা নিয়ে পালাল দালাল! মুর্শিদাবাদে সক্রিয় দালাল চক্র

ফের সক্রিয় মুর্শিদাবাদে রক্তের দালাল রাজ। রক্তের দালাল চক্র সক্রিয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদঃ ফের সক্রিয় মুর্শিদাবাদে রক্তের দালাল রাজ। রক্তের দালাল চক্র সক্রিয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত্রে ।

পরিবার সূত্রে জানা যায়, লালবাগ থানার খোশবাগ ফরাজী পাড়ার বাসিন্দা ফজিলা বিবি, তিনি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার এবি নেগেটিভ রক্তের প্রয়োজন হয়ে পড়ে। বহরমপুর ব্লাড ব্যাংকে রক্ত না পেয়ে এক দালালের খপ্পরে পড়েন সুরাইয়া খাতুন। রক্তের দালাল তাকে পাঁচ হাজার টাকার বিনিময়ে রক্ত দেওয়ার কথা বলেন ওই দালাল বলে অভিযোগ। কিন্তু ৫০০০ টাকা না থাকায় সাড়ে তিন হাজার টাকা নিয়ে রক্ত না দিয়ে চম্পট দেয় ওই দালাল। তারপর তাকে উত্তেজিত জনতারা তাকে পাকড়াও করে মারধর করে রবিবার রাত্রে। এবং পুলিশকে খবর দেওয়া হলে বহরমপুর থানার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় বহরমপুর থানায়।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগীর পরিজনেরা জানান, আমাদের মুমুর্ষ এক রোগীদের জন্য হঠাৎই রক্তের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু মেডিক্যাল কলেজ হাসপাতালে রক্ত না পেয়ে আমরা রক্ত খুঁজতে থাকি। তখনই এক দালাল রক্ত জোগাড় করে দেবে বলে টাকা নিয়ে চম্পট দেয়। হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হল।

আরও পড়ুন: ‘এখানকার বাসিন্দারা অত্যন্ত ধনী’, লেখেন হিউয়েন সাং, এখন কেমন আছে শশাঙ্কের কর্ণসুবর্ণ? জানলে অবাক হবেন

তবে এর আগেও একাধিকবার বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রক্তের দালালদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। গ্রেফতার হয় একাধিক দালালরা। কিন্তু তারপরেও সেই সক্রিয় রক্তের সেই দালাল রাজ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ।

কৌশিক অধিকারী

Published by:Ankita Tripathi
First published:

Tags: Blood Bank, Murshidabad news