হোম /খবর /মুর্শিদাবাদ /
বহরমপুর মেলায় এলেই কেল্লাফতে!

Murshidabad News: জমে উঠেছে বহরমপুর মেলা, উপচে পড়ছে মানুষের ভিড়

X
title=

জমজমাট বহরমপুর মেলায় উপচে পড়ছে মানুষের ভিড়

  • Share this:

মুর্শিদাবাদ: জমে উঠেছে ৩১ তম বহরমপুর মেলা। এফ‌ইউসি ময়দানে শুরু হয়েছে এই মেলা। আগামী এক মাস ধরে এই মেলা চলবে। সোনার দোকান থেকে খাবারের ষ্টল, নানা রকমের দোকান খুঁজে পাওয়া যাবে এই মেলায় এলে। চলছে দেদার বেচাকেনা।

বাঙালির বারো মাসে তেরো পার্বন, এটা আজ শুধুই কথার কথা। প্রকৃত সংখ্যাটা বারো ছাপিয়ে যে অনেক বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। আর হবে নাই বা কেন! বাঙালি উৎসবমুখর জাতি। আর শীতের দিনগুলোয় নানান প্রান্তে হরেক মেলার আসর বসে। এমন দৃশ্য চিরায়ত বাংলার নিজস্ব সম্পদ। বহরমপুর মেলাও তেমনই।

প্রতিটি মেলার‌ই একটা করে বিশেষত্ব থাকে। বহরমপুর মেলাও সেই তালিকা থেকে বাদ যায় না। নদিয়া, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, দুই ২৪ পরগনা, কলকাতা সহ বিভিন্ন জেলার প্রায় ৬০ টির বেশি ষ্টল এই মেলায় এলে পাওয়া যাবে। চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল খাবারের পাশাপাশি নজর কাড়ছে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পিঠেপুলির স্টল, আছে তন্দুরী চা। মেলায় বেচাকেনার বহর দেখে খুশি বিক্রেতারাও। শীতের আমেজ নিয়ে প্রচুর লোকসমাগম হচ্ছে মেলায়। নাগরদোলা সহ বিভিন্ন জয় রাইড‌ও আছে। আর সেইসবের আকর্ষণেই ছুটে আসছেন বহু মানুষ।

আরও পড়ুন: ক্যারাটেতে দশম শ্রেণির ছাত্রের সাফল্য তাক লাগিয়ে দেবে, তবে মূল প্রতিবন্ধকতা অর্থ

মেলায় আগত এক দর্শনার্থী বলেন, "দু-তিন বছর ধরে এই ধরনের মেলার আয়োজন করা হয়। তবে কোভিডের পর এই বছর মেলায় এসে বেশ ভাল লাগল। বিভিন্ন জায়গার খাবারের স্বাদ নেওয়া যায়। বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে ইতিমধ্যেই অনেক কিছুই খেলাম। কেনাকাটা হল বেশ ভাল। মেলা কমিটি খুব সুন্দর করে গোটাটা সাজিয়েছে।

কৌশিক অধিকারী

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Murshidabad news