Bayron Biswas: 'কেন একে প্রার্থী করা হল?' বাইরন তৃণমূলে যেতেই ক্ষোভে ফুঁসছেন কংগ্রেস কর্মীর

Last Updated:

Bayron Biswas: সাগরদিঘি বিধানসভার গৌরীপুর মোড়ের কংগ্রেস কার্যালয় থেকে ছিঁড়ে ফেলা হল বাইরন বিশ্বাসের সমস্ত ফ্লেক্স ক্যালেন্ডার স্টিকার

+
সাগরদিঘীতে

সাগরদিঘীতে পুড়িয়ে ফেলা হচ্ছে ফ্লেক্স ও ব্যানার 

মুর্শিদাবাদ: কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। তারপরেই উত্তাল হয়ে উঠল সাগরদিঘি। সাগরদিঘি বিধানসভার গৌরীপুর মোড়ের কংগ্রেস কার্যালয় থেকে ছিড়ে ফেলা হল বায়রন বিশ্বাসের সমস্ত ফ্লেক্স ক্যালেন্ডার স্টিকার। পাশাপাশি বায়রন বিশ্বাসের বিরোধী স্লোগান তোলা হল এবং পুড়িয়ে দেওয়া হল সমস্ত ফ্লেক্স পোস্টার।
সোমবার বিকালে সাগরদিঘিতে বাইরন বিশ্বাস যোগদানের পরেই সাগরদিঘিতে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেসের কর্মীরা। কংগ্রেস বিধায়কের তৃণমূলে যোগদানের খবর ছড়িয়ে পড়তেই সাগরদিঘির পাটকেলডাঙ্গার গৌরীপুর কংগ্রেস কার্যালয়ে বাইরন বিশ্বাসের ছবি, ব্যানার, ফ্লেক্স ছিঁড়ে পোস্টার পুড়িয়ে ফেলা হল। সাগরদিঘি ব্লক কংগ্রেসের সভাপতি সাইদুল রহমানের নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকেরা বাইরন বিশ্বাসের পুড়িয়ে ফেলে ক্ষোভ প্রদর্শন করল।
advertisement
advertisement
অন্যদিকে, সাগরদিঘির স্থানীয় কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসের অধীর চৌধুরীর দিকে আঙ্গুল তুলেছেন, বাইরন বিশ্বাসের মতো একজনকে প্রার্থী করা নিয়ে। সাগরদিঘি ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক সাইদুল রহমান কর্মী সমর্থকদের নিয়ে ভোটের সময় জেলেও গিয়েছিলেন। পরে হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্ত হন। তিনি সরাসরি জেলা কংগ্রেস নেতৃত্ব ও প্রদেশ কংগ্রেস সভাপতি দিকে একাধিক অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন।
advertisement
তাঁদের দাবি, বহু লড়াই করে সাগরদিঘিতে কংগ্রেস জয়ী হয়। কিন্তু তার পরে মাত্র তিন মাসের ব্যবধানে হাত ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন বাইরন বিশ্বাস। আর এই কারণেই ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস কর্মীরা।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Bayron Biswas: 'কেন একে প্রার্থী করা হল?' বাইরন তৃণমূলে যেতেই ক্ষোভে ফুঁসছেন কংগ্রেস কর্মীর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement