Murshidabad News: ফারাক্কা ব্যারেজের রেল লাইনের উপর লরি! দাঁড়িয়ে পড়ল তিস্তা-তোর্সা, আহত ২
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
ফারাক্কা ব্যারেজের কাছে রেললাইনে উঠে পড়ল পণ্যবাহী লরি, দাঁড়িয়ে পড়ল ট্রেন। দুর্ঘটনায় আহত দুই যাত্রী
মুর্শিদাবাদ: ফের ফরাক্কার ব্যারেজের কাছে রেললাইনে ভয়াবহ দুর্ঘটনা। সোমবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা মেরে ফরাক্কা ব্যারেজের রেলিং গার্ড ভেঙে দিল পণ্যবাহী লরি। এরপর লরিটি রেল লাইনের উঠে পড়ে। তবে তার ধাক্কায় ভেঙে যাওয়া রেলিং গার্ড থেকে দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ ধরে ব্যারেজের যান চলাচল বন্ধ থাকে। দাঁড়িয়ে পড়ে তিস্তা তোর্সা এক্সপ্রেস। চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এই দূরপাল্লার ট্রেন।
রেল সুত্রে জানা গিয়েছে, সোমবার রাতে একটি অ্যাম্বুলেন্স ও একটি লরি মালদহর দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় ফরাক্কা ব্যারেজের মুখে ৩৪ নম্বর জাতীয় সড়কে উপর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অ্যাম্বুলেন্সকে ধাক্কা মারে। তারপর লরিটি ফরাক্কা ব্যারেজের রেলিং গার্ডে গিয়ে ধাক্কা মারে। তখন তিস্তা তোর্সা এক্সপ্রেস মালদহ থেকে নিউ ফরাক্কা স্টেশন আসছিল। সেই সময় লরির ধাক্কায় রেলিং গার্ড ভেঙে ছিটকে গিয়ে তিস্তা তোর্সা এক্সপ্রেসের যাত্রীদের গায়ে গিয়ে লাগে। আহত হন দুই যাত্রী। এই দুর্ঘটনার জেরে ফরাক্কা ব্যারেজের উপরে ডাউন লাইনে দাঁড়িয়ে পড়ে তিস্তা তোর্সা এক্সপ্রেস। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যদিও খুব বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে।
advertisement
advertisement
চালকের তৎপরতায় ট্রেনটি রক্ষা পেয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। ফরাক্কা ব্যারেজে এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিআইএসএফ জওয়ান ও পুলিস। উল্লেখ্য কয়েকদিন আগেও ফরাক্কা ব্যারেজে এরকমই ঘটনা ঘটেছিল। তার এক সপ্তাহের মধ্যে ফের একই ধরনের দুর্ঘটনা। এদিকে দুর্ঘটনার পরই ট্রাকটিকে রেল লাইনের কাছ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করে রেল পুলিশ। এরপর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2023 11:53 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ফারাক্কা ব্যারেজের রেল লাইনের উপর লরি! দাঁড়িয়ে পড়ল তিস্তা-তোর্সা, আহত ২