Abhishek Banerjee: 'দু' মাস হল বিধায়ক হয়েছেন...,' সাগরদিঘির বিধায়ক বাইরনকে কেন নিশানা করলেন অভিষেক?

Last Updated:

বহরমপুরের সাংসদ এবং কংগ্রেস নেতা অধীর চৌধুরীর ভূমিকা নিয়েও রবিবার ফের সরব হয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়।

অভিষেকের নিশানায় কংগ্রেস বিধায়ক বাইরন৷
অভিষেকের নিশানায় কংগ্রেস বিধায়ক বাইরন৷
কলকাতা: মুর্শিদাবাদে জনসংযোগ কর্মসূচিতে গিয়ে কংগ্রেসের একমাত্র বিধায়ক বাইরন বিশ্বাসকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ গতকাল বহরমপুরের সভা থেকে সাগরদিঘির কংগ্রেস বিধায়কের দিকে কটাক্ষ ছুড়ে দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
অভিষেক বন্দোপাধ্যায় বহরমপুর থেকে বলেন, ‘ভাইরাল অডিও ক্লিপে কী ভাষা ! শোনার অযোগ্য। দু’ মাস হয়ে গেল বিধায়ক হয়েছেন, মুর্শিদাবাদের মানুষের অধিকার আদায়ে কেন্দ্র কে কটা চিঠি লিখেছেন?’
advertisement
প্রসঙ্গত, বাইরনের এই অডিও ক্লিপ নিয়ে আগেই সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। একজন জনপ্রতিনিধির ভাষা নিয়ে তারা সরব হয়। অভিষেকের মুর্শিদাবাদ সফরে বারবার উঠে এসেছে সাগরদিঘী প্রসঙ্গ, সেখানেই কংগ্রেস বিধায়কের ভাষা নিয়ে ফের সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷
advertisement
অন্যদিকে, বহরমপুরের সাংসদ এবং কংগ্রেস নেতা অধীর চৌধুরীর ভূমিকা নিয়েও রবিবার ফের সরব হয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়। তিনি বলেন, ‘ইডি তার চার্জশিটে জানিয়েছে, বিএসএফ জড়িত আছে গরু পাচারের। আর তুমি বিএসএফ কর্তাদের সঙ্গে ঘুরে বেড়াও। গরু আসে উত্তরপ্রদেশ থেকে৷ কখনও দেখেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে একটাও চিঠি লিখেছে যে কেন সেই রাজ্য থেকে গরু আসে? না লেখেনি, এরা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলে।’
advertisement
গণতান্ত্রিক উপায়ে মুর্শিদাবাদ জেলার আড়াইশোটি গ্রাম পঞ্চায়েতেই জয়ের কথা বলেন অভিষেক৷ একই সঙ্গে আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের তিনটি লোকসভা কেন্দ্রেই তৃণমূল জিতবে বলেও দাবি করেন তিনি৷ যদিও অভিষেকের এই দাবিকে কটাক্ষ করেছেন বহরমপুরের সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Abhishek Banerjee: 'দু' মাস হল বিধায়ক হয়েছেন...,' সাগরদিঘির বিধায়ক বাইরনকে কেন নিশানা করলেন অভিষেক?
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement