Durga Puuja Food: পুজোর চারদিন রসনা তৃপ্তির জন্য গন্তব্য হোক আমবাগানের এই ক্যাফে, জানুন ঠিকানা
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Durga Puuja Food: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর সময় শুধু ঠাকুর দেখা নয়, চাই পেটপুজো। তাই পেটপুজোর কথা মাথায় রেখেই এই ক্যাফে খোলা হয়েছে।
মুর্শিদাবাদ: মালদহ ও মুর্শিদাবাদ জেলা আমের জন্য বিখ্যাত। সেই আমের দেশেই এবার চালু হল ক্যাফে। ভোজন রসিক বাঙালিদের কথা মাথায় রেখে কান্দিতে চালু হয়েছে আমবাগান ক্যাফে। বিকালে বা সন্ধ্যায় পুজোর চারদিন বন্ধুদের সঙ্গে ও পরিবারের সদস্যদের নিয়ে হাজির হতেই পারেন আমবাগানে। চা থেকে ফাস্ট ফুড সমস্ত কিছুই পাবেন। এমনকি মিলবে বিরিয়ানি থেকে স্পেশ্যাল খাবারের আইটেম। নাম আমবাগান হলেও বাগানের মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটানো যাবে পুজোর সময়ে।
মুর্শিদাবাদ জেলার শহরকান্দি লাগোয়া বাইপাসে চালু হয়েছে এই আমবাগান ক্যাফে। সোনালি বিকেল কিংবা সন্ধ্যা বেলায় গল্প ও আড্ডা দিতে এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে আসছেন ভোজন রসিক বাঙালি এই ক্যাফেতে।
advertisement
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোর সময় শুধু ঠাকুর দেখা নয়, চাই পেটপুজো। তাই পেটপুজোর কথা মাথায় রেখেই এই ক্যাফে খোলা হয়েছে। নিঝুম পরিবেশে পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সময় কাটিয়ে পেটপুজো করা যাবে বাজেটের মধ্যেই।
advertisement
চাইনিজ থেকে সাউথ ইন্ডিয়ান, এছাড়াও বাঙালির প্রিয় বিরিয়ানি বিভিন্ন রকম পদের খাবার পাওয়া যাচ্ছে সুলভ মুল্যেই। সম্প্রতি কান্দি দোহালিয়া বাইপাসে খোলা হয়েছে এই ক্যাফে। আর এই ক্যাফে খোলা হতেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভোজন রসিক বাঙালিদের কাছে।
আরও পড়ুন: দক্ষিণে বদলে গেল আবহাওয়ার খেলা, জেলায় জেলায় কাটল দুর্যোগ, বর্ষা কি পুরোপুরি বিদায় নিল, জানুন আপডেট
advertisement
মনোরম পরিবেশেই শুধু নয়, বিকেল গড়িয়ে ঠিক যখন সন্ধ্যা নামে তখন গল্প গুজব আড্ডা এবং গানের ঠেক হিসেবে বেশ আদর্শ জায়গায় তৈরি হয়েছে এই ক্যাফে। গল্প দিতে দিতে ঠাকুর দেখার মাঝেই পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে খেতে পারবেন। নতুন প্রজন্মের জন্য এখন এই ক্যাফে জমে উঠেছে বেশ ভালভাবেই। এছাড়াও সেলফি তুলে নিতে পারবেন। ফলে একটু সময় কাটানোর জন্য অতি পরিচিত হয়ে উঠবে বলেই আশাবাদী ক্যাফের মালিকও।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2023 3:16 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Durga Puuja Food: পুজোর চারদিন রসনা তৃপ্তির জন্য গন্তব্য হোক আমবাগানের এই ক্যাফে, জানুন ঠিকানা