Murshidabad Fox Attack News: নদীর ধারের একাধিক বাড়িতে সন্ধ্যায় শিয়ালের তাণ্ডব, গুরুতর আহত ৮ জন গ্রামবাসী!
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Murshidabad Fox Attack News: রবিবার সন্ধ্যায় বালিয়া গ্রামের নদীর ধারের বেশ কিছু বাড়িতে কয়েকটি শিয়াল হামলা চালায়। বাড়ির উঠোনে বসে থাকা ব্যক্তিদের উপর ঝাঁপিয়ে পড়ে। তার জেরে গুরুতর ভাবে জখম হয় একই গ্রামের আটজন।
মুর্শিদাবাদ: রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের অন্তর্গত বালিয়া গ্রামে শিয়ালের তাণ্ডবে গুরুতর জখম হল একাধিকজন। জানা যায়, রবিবার সন্ধ্যায় বালিয়া গ্রামের নদীর ধারের বেশ কিছু বাড়িতে কয়েকটি শিয়াল হামলা চালায়। বাড়ির উঠোনে বসে থাকা ব্যক্তিদের উপর ঝাঁপিয়ে পড়ে। তার জেরে গুরুতর ভাবে জখম হয় একই গ্রামের আটজন। ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি আছেন ৮জন। বাকিদের চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে কান্দি মহকুমা হাসপাতালে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
এই ঘটনার জেরে বনদফতরের কাছে শিয়ালগুলো ধরে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানান গ্রামের বাসিন্দারা। তাঁরা বলেন, ‘‘আমরা বসে থাকাকালীন হঠাৎই বনশিয়াল এসে আক্রমণ করে। গুরুতর আহত হন গ্রামের বাসিন্দারা। ঘটনার পর আতঙ্কিত আমরা সবাই।’’
advertisement
advertisement
কয়েক মাস আগে সামশেরগঞ্জে শিয়ালের কামড়ে আহত হন অনেক গ্রামবাসী। সামসেরগঞ্জের ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের বাসিন্দাদের উপর শিয়ালের তাণ্ডব চলে। আর সেই ঘটনায় শিয়ালের কামড়ে জখম হন দুই শিশু-সহ মোট ১৩ জন গ্রামবাসী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার দোগাছি অঞ্চলের দোগাছি ও পুঠিমারী গ্রামে।
ঘটনায় গুরুতর আহতদের সামসেরগঞ্জের অনুপনগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। যদিও বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে বালিয়া গ্রামে শিয়ালের কামড়ে আক্রান্তের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 1:21 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Fox Attack News: নদীর ধারের একাধিক বাড়িতে সন্ধ্যায় শিয়ালের তাণ্ডব, গুরুতর আহত ৮ জন গ্রামবাসী!