Murshidabad News: আবাস যোজনায় গরমিল! জনরোষের ভয়ে প্রধান উপপ্রধান সহ ১৭জনের ইস্তফা

Last Updated:

সামনেই পঞ্চায়েত নির্বাচন তার আগেই বিভিন্ন রকম দুর্নীতি কান্ডে জর্জরিত শাসক শিবির। আবাস যোজনা নিয়ে স্বজনপোষণের অভিযোগও উঠছিল চরমে। এবার যে চাঞ্চল্যকর ঘটনা আজ ঘটল তাতে করে আরওখানিকটা রাজনৈতিক পার‍দ চড়ল বলা চলে।

+
ভরতপুর

ভরতপুর দুই ব্লকে প্রধান উপ প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা ইস্তফা পত্র হাতে 

#মুর্শিদাবাদঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন তার আগেই বিভিন্ন রকম দুর্নীতি কান্ডে জর্জরিত শাসক শিবির। আবাস যোজনা নিয়ে স্বজনপোষণের অভিযোগও উঠছিল চরমে। এবার যে চাঞ্চল্যকর ঘটনা আজ ঘটল তাতে করে আরওখানিকটা রাজনৈতিক পার‍দ চড়ল বলা চলে। দুর্নীতির অভিযোগ উঠছিল সেখানে দায়ী করা হচ্ছিল প্রধান, উপপ্রধান, মেম্বারদের। এবার জনরোষের মুখে পরে আবাস যোজনায় দুর্নীতিতে মোট সতেরো জন একসঙ্গে গন ইস্তফা দিল আজ। ঘটনাকে ঘিরে উত্তেজনা।
জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার ভরতপুর দুনং ব্লকের অন্তর্গত ১৭জন প্রধান উপ প্রধান একসঙ্গে গণইস্তফা দিলেন শনিবার দুপুরে। জনরোষে পড়ার আশঙ্কায় পদত্যাগ দাবি করেছেন তারা। আরও বড় ক্ষোভের মুখে পড়তে হতে পারে এই আশঙ্কায় তারা আগাম পদত্যাগ করে তাদের হেফাজত পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করছেন বলেই একাংশ রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। ভরতপুর দুই ব্লকের অন্তর্গত মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপ প্রধান সহ পঞ্চায়েত সদস্যেরা তারা এই ইস্তফা দেন। অন্যদিকে বুকে ব্যাথা নিয়ে পদত্যাগ করছি।
advertisement
কাঁদতে কাঁদতে ইস্তফা দিয়ে জানান মালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সৈয়দ নাসিরুদ্দিন দাবি করেন। তিনি আরওজানান, অনেক যোগ‍্য উপভোক্তার নাম বাদ পড়ছে। সেখানে দায়ী করছে মানুষ আমাদেরকে। গালিগালাজ করছে। জনরোষের মুখে পড়ছি আমরা তাই এই পদত‍্যাগ।অন‍্যদিকে অন‍্য এক পঞ্চায়েত সদস্য জানাচ্ছেন, আমরা তৃণমূল দলের বিরোধিতা করছি না আমরা দলের কি করে শ্রী বৃদ্ধি করা যায় সেদিকে খেয়াল রাখছি।
advertisement
advertisement
তবে জনরসের মুখ থেকে বাঁচতে আমরা এই ইস্তফা দিলাম। যাতে করে আগামী দিন আমরা সাধারণ মানুষের মতো বাঁচতে পারি।ভরতপুর দুই নং ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকেই এই পদত্যাগ করেছেন। ১৭জন সদস্য তারা স্বাক্ষর করে শনিবার ছুটির দিনে তারা ইস্তফা দিলেন। তবে ভোটের আগে এই ইস্তফা খানিকটা প্রভাব পরবে বলেই আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
advertisement
Koushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: আবাস যোজনায় গরমিল! জনরোষের ভয়ে প্রধান উপপ্রধান সহ ১৭জনের ইস্তফা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement