খদ্দের সেজে মোবাইল কিনতে এসে মোবাইল চুরির চেষ্টা
Last Updated:
খদ্দের সেজে মোবাইল কিনতে এসে মোবাইল চুরির চেষ্টা। পাকড়াও দুই দুষ্কৃতী। হাওড়ার লিলুয়ার জগদীশপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
#লিলুয়া: খদ্দের সেজে মোবাইল কিনতে এসে মোবাইল চুরির চেষ্টা। পাকড়াও দুই দুষ্কৃতী। হাওড়ার লিলুয়ার জগদীশপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত ১০টা নাগাদ তিনজন যুবক বাইকে করে দেবেশ চক্রবর্তীর দোকানে আসে। এরপর মোবাইল কেনার নাম করে তিনটি দামী মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করে তারা। দোকানের মালিক বাধা দিতে গেলে, তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে দোকান ছেড়ে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্ত বাইক স্টার্ট না হওয়ায়, স্থানীয়রা দু’জনকে ধরে ফেলে। তবে অন্যজন পালিয়ে যায়।
advertisement
advertisement
এরপর পুলিশের হাতে দুই দুষ্কৃতীকে তুলে দেওয়া হয়। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও একটি ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, রবিবার সন্ধেয় তিন দুষ্কৃতী একবার ওই দোকানে এসেছিল।
view commentsLocation :
First Published :
June 05, 2018 11:57 AM IST

