প্রকাশ্যে যৌন মিলনে রইল না আর কোনও আইনি বাধা
Last Updated:
এবার থেকে রাস্তায়, পার্কে কিংবা পাবলিক ভেহিকেলে যৌনতায় লিপ্ত প্রেমিক যুগলকে নিয়ে আর জানানো যাবে না আপত্তি
#মেক্সিকো সিটি: প্রকাশ্যে শারীরিক সম্পর্ক আর থাকল না আইনি আপত্তি ৷ প্রকাশ্য যৌন মিলনকে স্বীকৃতি দিতে আমূল বদলে ফেলা হল আইন! এবার থেকে রাস্তায়, পার্কে কিংবা পাবলিক ভেহিকেলে যৌনতায় লিপ্ত প্রেমিক যুগলকে নিয়ে আর জানানো যাবে না আপত্তি ৷ কোনও প্রত্যক্ষদর্শী বা তৃতীয় ব্যক্তি এই নিয়ে অভিযোগ দায়ের করতে পারবেন না ৷ সম্প্রতি এই আইন পরিবর্তন ঘটেছে মেক্সিকোর গুয়াদালাজারা শহরে ৷ পুরনো আইনে বদল ঘটিয়ে চালু করা হল নয়া আইন ৷
আরও পড়ুন
রক্ষণশীল চিন্তাধারা থেকে মুক্ত মানসিকতার পথে হেঁটে এই আইনে বদল আনা হলেও, আইন পরিবর্তনের এটাই আসল কারণ নয় ৷ পুলিশ যাতে শহরে যৌন কেলেঙ্কারির দিকে নজর না দিয়ে অন্য অপরাধ নিয়ন্ত্রণে নজর দিতে পারে, তার জন্যই এই আইন পরিবর্তন ৷
advertisement
আরও পড়ুন
এতদিন মেক্সিকোর এই শহরে লোকসমক্ষে যৌন সম্পর্কে লিপ্ত হওয়া বা প্রকাশ্যে শারীরিক ঘনিষ্ঠতা এতদিন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হত ৷ প্রকাশ্যে যৌনতার অভিযোগ দায়ের হলে পুলিশের কাছে জরিমানা দিয়ে তবেই রেহাই পেতেন প্রেমিক যুগল ৷
advertisement
তবে শহরের অধিকাংশ মানুষ এই আইন পরিবর্তনকে সমর্থন করলেও বিরূপ মতও উঠে এসেছে ৷ রক্ষণশীল মানসিকতার মানুষদের বক্তব্য, এই আইন পরিবর্তন অপরাধ কমাবে না উল্টে বাড়াবে অপরাধ প্রবণতা ৷ প্রকাশ্যে যৌনতাকে স্বীকৃতি দিতে গিয়ে আসলে ধর্ষক ও কামুক মানুষদেরই উৎসাহিত করা হল বলে দাবি অনেক গুয়াদালাজারাবাসীর ৷
Location :
First Published :
August 23, 2018 4:11 PM IST