সুষমার বিরুদ্ধে ট্যুইট আক্রমণ, প্রতিবাদে এগিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

একের পর এক ট্যুইট ৷ ট্যুইটে একের পর কুৎসিত মন্তব্যে সোজাসুজি আক্রমণ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ৷

#কলকাতা: একের পর এক ট্যুইট ৷ ট্যুইটে একের পর কুৎসিত মন্তব্যে সোজাসুজি আক্রমণ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ৷ তবে এই আক্রমণের বিরুদ্ধে তেমনভাবে প্রতিবাদ করেননি কেন্দ্রীয় মন্ত্রী ৷ প্রত্যেকটি আপত্তিজনক ট্যুইটকে লাইক করে, রি-ট্যুইট করে গিয়েছেন শুধু ৷ আর সঙ্গে সুষমা স্বরাজ লিখেছিলেন, আমি কয়েকটি ট্যুইট, রি-ট্যুইট করেছি ৷ এগুলোর সম্পর্কে মতামত চাইছি ৷
সুষমা স্বরাজকে করা ট্যুইট আক্রমণের নিন্দা, খোদ বিজেপি নেতৃত্বরা না করলেও, প্রথমেই এগিয়ে আসেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷ তিনি লেখেন, ‘দেশের বিদেশমন্ত্রী যদি এরকম আক্রমণের মুখে পড়েন, তাহলে সাধারণ মানুষদের কী হবে? ’ তবে শুধু মেহবুবা মুফতিই নয়, এবার এই ঘচনার তীব্র প্রতিবাদ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে লিখলেন, ‘সোশ্যাল মিডিয়ায় সুষমা স্বরাজকে যে ভাষায় নিন্দা করা হচ্ছে, সে ঘটনার তীব্র বিরোধিতা করছি ৷ উনি একজন বর্ষীয়ান রাজনৈতিক নেতা ৷ আমাদের একে অপরকে সম্মান করা উচিত ৷ এই ধরণের ভাষা প্রয়োগ করা মোটেই উচিত নয় ৷’
advertisement
লখনউ পাসপোর্ট অফিসে ধর্ম নিয়ে এক দম্পতিকে হেনস্থা করার অভিযোগ থেকে গোটা ঘটনার সূত্রপাত। সুষমাকে সেই দম্পতি টুইট করতেই তড়িঘড়ি তাঁদের পাসপোর্ট দেওয়া হয়। আর বদলি করা হয় পাসপোর্ট আধিকারিককে। বিজেপি-আরএসএস-এর একাংশ প্রকাশ্যেই অভিযোগ করে, মুসলিম তোষণের জন্য পাসপোর্ট আধিকারিককে শাস্তি দেওয়া হয়েছে।
তাঁদের দাবি, নিয়ম ভেঙে পাসপোর্ট দেওয়া হয়েছে। বিদেশ থেকে ফিরে সুষমা বলেন, তিনি কোনও নির্দেশই দেননি। বিষয়টি জানতেনও না। কিন্তু তাতেও সুষমার উপরে হামলা থামেনি। বিজেপি-আরএসএস-এর একাংশ রুষ্ট জেনে বিজেপি নেতৃত্বও বিদেশমন্ত্রীর পাশে এগিয়ে আসেননি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
সুষমার বিরুদ্ধে ট্যুইট আক্রমণ, প্রতিবাদে এগিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement