'মানুষ জানুক কী হয়েছে', সিবিআই কর্তা সরানোর CVC রিপোর্ট দাবি খারগের

Last Updated:

কমিটিতে তিনজন রয়েছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিকরি ও কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খারগে৷ তাঁর দাবি, মানুষ জানুক আগে কী ঘটেছে৷

#নয়াদিল্লি: লোকসভা ভোটের মুখে সিবিআই কর্তার অপসারণ নিয়ে মোদি সরকারকে চাপে রাখতে নয়া কৌশল নিল কংগ্রেস৷ প্রাক্তন সিবিআই ডিরেক্টর অলোক ভার্মাকে সরানোর প্রক্রিয়ার সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (CVC) রিপোর্ট পেশের দাবি জানালেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে৷ সিবিআই কর্তা অলোক ভার্মাকে যে উচ্চ পর্যায়ের কমিটি সরিয়েছে, সেই কমিটির সদস্য মল্লিকার্জুন খারগেও৷
কমিটিতে তিনজন রয়েছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিকরি ও কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খারগে৷ তাঁর দাবি, মানুষ জানুক আগে কী ঘটেছে৷ তারপর নিজেরাই উপসংহার তৈরি করুক৷ প্রসঙ্গত, তিন সদস্যের কমিটিতে একমাত্র কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগেই অলোক ভার্মাকে সরানোর বিরুদ্ধে ভোট দেন৷
একটি চিঠিতে কংগ্রেস নেতার গুরুতর অভিযোগে তিনি বলেছেন, 'সরকারের এমন ভাবে বিষয়টায় হস্তক্ষেপ করল, যার জেরে দেশের আইন ব্যবস্থা অসম্মানিত হয়েছে৷' মল্লিকার্জুনের দাবি, অলোক ভার্মার বিরুদ্ধে ১০টি অভিযোগ করা হয়েছিল৷ যার মধ্যে ৬টি অভিযোগের কোনও ভিত্তি নেই৷ ৪টির তদন্ত প্রয়োজন৷ তাঁর বক্তব্য, উচ্চ পর্যায়ের কমিটির উচিত ছিল ২৩ অক্টোবরই অভিযোগগুলির তদন্তের নির্দেশ দেওয়া৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
'মানুষ জানুক কী হয়েছে', সিবিআই কর্তা সরানোর CVC রিপোর্ট দাবি খারগের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement