বড়সড় বিপর্যয়ের মুখে করুণাময়ী-টালিগঞ্জ ব্রিজ, বসে গিয়েছে সেতুর একটি অংশ
Last Updated:
#কলকাতা: এবার রোগ ধরা পড়ল বেহালার সঙ্গে যোগাযোগকারী টালিগঞ্জের করণাময়ী ব্রিজেও। ব্রিজের মাঝখানে একটি অংশ বসে গিয়েছে। ফাটল দিয়ে চুঁইয়ে পড়ছে জল। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। টালিগঞ্জ-করুণাময়ী ব্রিজ ফের উস্কে দিল মাঝেরহাট ব্রিজের সেই ভয়াবহ স্মৃতি ৷
টালিগঞ্জের করুণাময়ী ব্রিজ। মাঝেরহাটের ব্রিজ বিপর্যয়ের পর বেহালার সঙ্গে শহরের মূল অংশের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। সেখানেই ধরা পড়ল রোগ। শনিবার বিষয়টি নজরে আসে ৷ ব্রিজের উপরের একটি অংশ বসে গিয়েছে। দেখা দিয়েছে ফাটল। ঘটনাস্থলে যান পূর্ত দফতরের কর্তারা। দেখা যায়, ফাটল দিয়ে চুঁইয়ে পড়ছে জল। বসে যাওয়া অংশ গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। সন্ধেবেলা কেএমডিএর কর্মীরা গিয়ে ব্রিজের মাঝখানে লোহার পাত বসিয়ে দেন। আপাতত ব্রিজের ওই অংশে ভারী যান চলাচল নিষিদ্ধ।
advertisement
advertisement
রাজ্যের বিপজ্জনক সেতুর মধ্যে অন্যতম হিসেবে নাম রয়েছে টালিগঞ্জ-করুণাময়ী সেতুর। আশঙ্কা সত্যি করে সেই সেতুতে এদিন বিকেলে ঘটে গেল বিপত্তি। মাঝেরহাটের ব্রিজ বিপর্যয়ের পর বেহালার সঙ্গে যোগাযোগের মূল চাপ সামলাচ্ছিল টালিগঞ্জের এই করুণাময়ী ব্রিজ। এবার গুরুতর রোগ সেখানেও।
view commentsLocation :
First Published :
September 23, 2018 8:30 AM IST

