চিংড়িহাটা উড়ালপুলের নকশায় গলদ, নিষিদ্ধ হল ভারী যান চলাচল

Last Updated:
#কলকাতা: তৈরির সময় থেকেই নকশায় গলদ রয়েছে চিংড়িহাটা উড়ালপুলে। তাই ফ্লাইওভারে ভারী যান চলাচল নিষিদ্ধ হল। উড়ালপুলটির নকশা বদলের সুপারিশও করেছেন বিশেষজ্ঞরা। আজ চিংড়িহাটা-সহ শহরের একাধিক সেতু পরিদর্শন করেন পুরমন্ত্রী।
বড়সড় সমস্যা রয়েছে চিংড়িহাটা উড়ালপুলে। গার্ডারে ফাটলও ধরা পড়ে আগে। পোস্তায় ফ্লাইওভার বিপর্যয়ের অশনিসংঙ্কেত দিয়েছিল রাইটস। তাদের রিপোর্ট অনুযায়ী,চিংড়হাটা উড়ালপুলের গার্ডারে বদল দরকার ৷ এরই সঙ্গে উড়ালপুলে ভারী যান চলাচল নিষিদ্ধ করা উচিত বলে জানানো হয়েছে ৷
শনিবার, শহরের ওই গুরুত্বপূর্ণ ফ্লাইওভার পরিদর্শন করেন পুরমন্ত্রী। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চিংড়িঘাটা উড়ালপুলের নকশাতেই লুকিয়ে বড়সড় গলদ।
advertisement
advertisement
সেই কারণেই ওই উড়ালপুলে যান চলাচলে বিধিনিষেধ জারি। চলবে না বাসও ৷ ছোট, হালকা গাড়ি চলাচল করবে ৷ উড়ালপুল বন্ধ হলে, যে বাসগুলি চিংড়িহাটা ফ্লাইওভার হয়ে আসে সেগুলি বেলেঘাটা দিয়ে ঘুরিয়ে করুণাময়ী পাঠানো হবে। তা খতিয়ে দেখছে ট্রাফিক পুলিশ। চলতি বছরের শেষেই এই উড়ালপুল মেরামতির কাজ শেষ হবে বলে মনে করছে রাজ্য সরকার।
বাংলা খবর/ খবর/কলকাতা/
চিংড়িহাটা উড়ালপুলের নকশায় গলদ, নিষিদ্ধ হল ভারী যান চলাচল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement