Malda News: বর্জ্য থেকে জৈব সার তৈরি করে স্বনির্ভর হবেন মহিলারা
- Reported by:HARASHIT SINGHA
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বর্জ্য পদার্থ থেকে দূষণ রুখতে মালদহের প্রতিটি গ্রামে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এর ফলে গ্রামের প্রতিটি বাড়ি থেকে প্রতিদিন সংগ্রহ করা হবে বর্জ্য পদার্থ।
মালদহ: পরিবেশ রক্ষার পাশাপাশি আয়ের সুবর্ণ সুযোগ। গ্রামে গ্রামে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্যোগ নিতেই ভাগ্য খুলে গেল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। সরকারি সহায়তায় তাঁরা এবার তৈরি করবেন জৈব সার। যার প্রধান ক্রেতাই হবে সরকারি বিভাগ। এছাড়াও খোলা বাজারে চাষিদের ওই সার বিক্রি করে অর্থ উপার্জনের সুযোগ থাকছে।
আরও পড়ুন: নারী শিক্ষার হার বাড়ছে প্রত্যন্ত এলাকায়
পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বর্জ্য পদার্থ থেকে দূষণ রুখতে মালদহের প্রতিটি গ্রামে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এর ফলে গ্রামের প্রতিটি বাড়ি থেকে প্রতিদিন সংগ্রহ করা হবে বর্জ্য পদার্থ। এর মধ্যে জৈব বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার এবং প্লাস্টিক জাতীয় কৃত্রিম বর্জ্যকে রিসাইকেল করে তা পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা হবে। এতে যেমন পরিবেশ বাঁচবে তেমনই চাষের কাজে জৈব সার ব্যবহার করায় সকলের উপকার হবে। অপরদিকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বেশি করে নিয়োজিত করার সিদ্ধান্ত নেওয়ায় গ্রামের মহিলাদের কাছে আয়ের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। এই কাজ করে তাঁরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন বলে প্রশাসনের দাবি।
advertisement
advertisement
রতুয়া-২ ব্লকের মহারাজপুর পঞ্চায়েতের রাজাপুর এবং পীরগঞ্জ গ্রামে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য শামসুল হক, রতুয়া-২ ব্লকের বিডিও নিশিত কুমার মাহাতো সহ অন্যান্যরা। ধীরে ধীরে জেলার প্রতিটি পঞ্চায়েতে এই প্রকল্প শুরু হয়ে যাবে বলে প্রশাসন সূত্রে খবর।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 01, 2023 6:24 PM IST









