Malda News: ১৫ লক্ষ টাকা চাঁদা তুললেন এই গ্রামের বাসিন্দারা! কারণ জানলে অবাক হবেন!

Last Updated:

৩০ বছরেও হয়নি রাস্তা।শহরে থেকেও যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়নি।নিজেদের উদ্যোগে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় করে, নিজেরাই রাস্তা তৈরি শুরু করল।

+
রাস্তার

রাস্তার কাজের সূচনা করছেন কাউন্সিলর 

মালদহ: ৩০ বছরেও হয়নি রাস্তা। শহরে থেকেও যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়নি। একাধিক কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। কিন্তু এতদিনেও রাস্তা হয়নি। সমস্যায় জর্জরিত মালদহের ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ডগপুকুর, তেলিপুকুর ও বাপুচি কলনী এলাকার বাসিন্দারা। অবশেষে স্থানীয়রা নিজের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করল। স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে নিয়ে চাঁদা তুলে রাস্তা তৈরির কাজ শুরু করল। প্রায় ১৫ লক্ষ টাকা চাঁদা তুলে এলাকার পাঁচটি রাস্তা তৈরি করার কাজ শুরু করল। স্থানীয় বাসিন্দা প্রভাস রায় বলেন, একদিকে আমাদের খুশির খবর। চাঁদা তুলে রাস্তা তৈরি হচ্ছে।সমস্যার সমাধান হবে।আবার একদিকে দুঃখের খবর।
এতদিনেও পুরসভা আমাদের এলাকায় রাস্তা তৈরি করেনি। দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি আমরা।চলতি বছরে মালদহের ইংরেজবাজার পুরসভা ২৮ কোটি টাকা পুর কর আদায় করেছে। মুখ্যমন্ত্রী মালদহে প্রশাসনিক বৈঠকে আসলে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী দাবি করেছিলেন।কিন্তু তারপরেও এই পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় এখনও রাস্তা তৈরি হয়নি। দীর্ঘদিন ধরেই মূল ইংরেজবাজার শহর থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে এই এলাকা। নেই কোন নিকাশি ব্যবস্থা । রাস্তা তৈরি হয়নি এলাকায়। বারবার পুরসভার কাছে এই এলাকার বাসিন্দারা আবেদন নিবেদন করেছেন।
advertisement
advertisement
কিন্তু কোন লাভ না হওয়ায় স্থানীয় বাসিন্দা, স্থানীয় পুজো কমিটি গুলি এবং বেশ কিছু সমাজসেবী মানুষ নিজেদের উদ্যোগে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয় করে, নিজেরাই রাস্তা তৈরি শুরু করল। মঙ্গলবার কাউন্সিলর সহ স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে রাস্তা তৈরির কাজ শুরু করল।এই বিষয়ে তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা বলেন, এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছেন। সে ক্ষেত্রে এলাকার উন্নয়ন করা দরকার সেই ক্ষেত্রে তিনি বদ্ধপরিকর l আজকে প্রায় ৩২ বছর ধরে এই ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা বেহাল একেবারেই নেইl তাই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুরবাসিন্দাদের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।‌তিনি বলেন এমন উদ্যোগে পুরসভার টাকা বাঁচবে,এলাকার উন্নয়ন হবে।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ১৫ লক্ষ টাকা চাঁদা তুললেন এই গ্রামের বাসিন্দারা! কারণ জানলে অবাক হবেন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement