মালদহ: শীত শেষ হতেই সাঁতার প্রশিক্ষণের জন্য খুলে দেওয়া হল মালদহ জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুল। আধুনিক পদ্ধতিতে সুইমিং পুল তৈরি করা হয়েছে, তাই রক্ষণাবেক্ষণের খরচও কিছুটা বেড়েছে। সেই কারণে চলতি মরশুম থেকে সামান্য কিছু ফি বাড়ানো হয়েছে সাঁতার শিক্ষার্থীদের।
রবিবার বিকেলে এক ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালদহ জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুল গ্রাউন্ডে দুটি নতুন পুলের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা মালদহ জেলার ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর দুলাল সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত মালদহ জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়। এই সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণের জন্য রয়েছেন অভিজ্ঞ প্রশিক্ষক। শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে একটি ছোট সুইমিং পুল। সুইমিং পুল গ্রাউন্ডে মোট দু'টি সুইমিং পুল আছে।
মালদহ জেলার বিভিন্ন প্রান্তের প্রায় শতাধিক শিক্ষার্থী এখানে সাঁতার প্রশিক্ষণ নেন। প্রতি বছর ক্ষুদেদের মধ্যে সাঁতার প্রশিক্ষণ নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। সেই বিষয়টি গুরুত্ব দিয়ে মালদহ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে শিশুদের জন্য আলাদা সুইমিং পুলও তৈরি করা হয়। এখানে সাঁতার প্রশিক্ষণ নিতে হলে ১০০ টাকা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। সাঁতার প্রশিক্ষণের জন্য বড়দের বছরে খরচ হবে ৪ হাজার ৫০০ টাকা। খুদেদের জন্য ৪ হাজার টাকা ধার্য করা হয়েছে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। মালদহ জেলা ক্রীড়া সংস্থার অফিসে আবেদনপত্র পাওয়া যাবে।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Swimming