মালদহের মানিকচকে বিস্ফোরণ, রক্তাক্ত দুই শিশু, বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি

Last Updated:

মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে মানিকচক থানার গোপালপুর পঞ্চায়েতের বালুটোলা এলাকায়। বোমা বিস্কোরণে দুই শিশুর মুখে, হাতে ও পায়ে আঘাত লেগেছে

#মালদহ: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিপত্তি। মালদহের মানিকচকে বোমা ফেটে জখম দুই শিশু। আহত দুই শিশু সম্পর্কে দুই ভাই। আহতদের মধ্যে একজনের বয়স ন’বছর, অন্যজনের সাত। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে মানিকচক থানার গোপালপুর পঞ্চায়েতের বালুটোলা এলাকায়। বোমা বিস্কোরণে দুই শিশুর মুখে, হাতে ও পায়ে আঘাত লেগেছে।
আহত শিশুদের পরিবার সূত্রের খবর, এদিন দুপুরে ওই দুই শিশু বাড়ির কাছেই একটি বাঁশঝাড়ের পাশে খেলছিল। সেইসময় বাঁশঝাড়ের কাছে পড়ে থাকা একটি বোমা, বল ভেবে খেলার জন্য বাড়িতে নিয়ে চলে আসে। পরে সেই বোমা বাড়ির বারান্দায় ছুড়ে ফেলতেই সশব্দে বিস্ফোরণ! বোমা বিস্ফোরণের সময়ে ঘটনাস্থল থেকে মাত্র দু-তিন হাত দূরেই ছিল বাচ্চা দুটি। বিস্ফোরণের অভিঘাতে তাদের হাতে,  মুখে ও পায়ে আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে দুজন। বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন  ওদের পরিবারের সদস্য়েরা। ছুটে আসেন আশপাশের লোকজনও। তড়িঘড়ি আহত শিশু দুটিকে নিয়ে যাওয়া হয় গ্রামেরই প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে। সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়।
advertisement
advertisement
আহত শিশুর মা আর্জিনা বিবি বলেন, "খেলার জিনিস ভেবে সুতো দিয়ে বাঁধা বোমা ঘরে নিয়ে চলে এসেছিল বড় ছেলে। টিনের কৌটোর উপরে সুতো দিয়ে বাঁধা ছিল জিনিসটা। বাড়িতে এসে ওরা ওদের ঠাকুমাকে ওটা দেখায়।  উনি তো বুঝতে পারেননি ওটা কী, বাইরে ফেলে দিতে বলেন, তারপর কৌটোটা উঠোনে ছুড়ে ফেলতেই বিস্ফোরণ।"
advertisement
কোথা থেকে এই বোমা এল? কারাই বা তা বাঁশঝাড়ে ফেলে রেখেছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তদন্ত চলছে, জানিয়েছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
মালদহের মানিকচকে বিস্ফোরণ, রক্তাক্ত দুই শিশু, বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement