মালদহের মানিকচকে বিস্ফোরণ, রক্তাক্ত দুই শিশু, বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি
- Reported by:Sebak Deb Sarma
- Published by:Satabdi Adhikary
Last Updated:
মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে মানিকচক থানার গোপালপুর পঞ্চায়েতের বালুটোলা এলাকায়। বোমা বিস্কোরণে দুই শিশুর মুখে, হাতে ও পায়ে আঘাত লেগেছে
#মালদহ: বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিপত্তি। মালদহের মানিকচকে বোমা ফেটে জখম দুই শিশু। আহত দুই শিশু সম্পর্কে দুই ভাই। আহতদের মধ্যে একজনের বয়স ন’বছর, অন্যজনের সাত। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে মানিকচক থানার গোপালপুর পঞ্চায়েতের বালুটোলা এলাকায়। বোমা বিস্কোরণে দুই শিশুর মুখে, হাতে ও পায়ে আঘাত লেগেছে।
আহত শিশুদের পরিবার সূত্রের খবর, এদিন দুপুরে ওই দুই শিশু বাড়ির কাছেই একটি বাঁশঝাড়ের পাশে খেলছিল। সেইসময় বাঁশঝাড়ের কাছে পড়ে থাকা একটি বোমা, বল ভেবে খেলার জন্য বাড়িতে নিয়ে চলে আসে। পরে সেই বোমা বাড়ির বারান্দায় ছুড়ে ফেলতেই সশব্দে বিস্ফোরণ! বোমা বিস্ফোরণের সময়ে ঘটনাস্থল থেকে মাত্র দু-তিন হাত দূরেই ছিল বাচ্চা দুটি। বিস্ফোরণের অভিঘাতে তাদের হাতে, মুখে ও পায়ে আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে দুজন। বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন ওদের পরিবারের সদস্য়েরা। ছুটে আসেন আশপাশের লোকজনও। তড়িঘড়ি আহত শিশু দুটিকে নিয়ে যাওয়া হয় গ্রামেরই প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে। সেখানেই তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়।
advertisement
আরও পড়ুন: One Nation One Ration Card: Free রেশন প্রাপকদের জন্য বাম্পার খবর! Modi সরকারের বিরাট সিদ্ধান্ত
advertisement
advertisement
কোথা থেকে এই বোমা এল? কারাই বা তা বাঁশঝাড়ে ফেলে রেখেছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। তদন্ত চলছে, জানিয়েছে পুলিশ।
view commentsLocation :
Maldah,West Bengal
First Published :
Nov 22, 2022 7:02 PM IST









