Malda News: খোদ পুলিশের বাড়ি থেকে খোয়া গেল সবকিছু!

Last Updated:

যদুপুর মডেল কলোনি এলাকায় সপরিবারে ভাড়া থাকেন পুলিশকর্মী আজমল হক। তাঁর আসল বাড়ি মুর্শিদাবাদে। চাকরি সুত্রে মালদহে পোস্টিং হওয়ায় তিনি ইংরেজবাজারে বাড়ি ভাড়া নেন।

+
title=

মালদহ: বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে খোদ পুলিশকর্মীর বাড়িতেই চুরি হল। একাধিক তালা ভেঙে বাড়ির ভেতর ঢোকে চোরের দল। সোনার অলঙ্কার, ল্যাপটপ ও নগদ টাকা চুরি করে চম্পট দেয়। ইংরেজবাজারের ঘটনা।
শহরের যদুপুর মডেল কলোনি এলাকায় সপরিবারে ভাড়া থাকেন পুলিশকর্মী আজমল হক। তাঁর আসল বাড়ি মুর্শিদাবাদে। চাকরি সুত্রে মালদহে পোস্টিং হওয়ায় তিনি ইংরেজবাজারে বাড়ি ভাড়া নেন। দোলের ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে মুর্শিদাবাদে দেশের বাড়ি গিয়েছিলেন। শুক্রবার সকালে ফিরে আসেন। এসে ঘরদোরের অবস্থা দেখে চমকে যান ওই পুলিশকর্মী। দেখেন ভাড়া বাড়ির তালা ভাঙা। ভেতরে সবকিছু লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে। বুঝতে পারেন চুরি হয়েছে বাড়িতে। সবকিছু খতিয়ে থেকে আজমল হোক জানান, চোর ঘর থেকে নগদ প্রায় ৬৫ হাজার টাকা, এক ভরি সোনার গহনা, একটি ল্যাপটপ এবং একটি বাইক নিয়ে চম্পট দিয়েছে!
advertisement
advertisement
এই ঘটনা জানাজানি হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, এর আগে এলাকায় এত বড় চুরির ঘটনা ঘটেনি। বাড়ির তালা ভেঙে কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। খোদ পুলিশকর্মীর বাড়িতে চুরির ঘটনায় তাঁদের আতঙ্ক আরও বেড়েছে। তাঁরা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানান।
advertisement
ফিরে বিষয়টি নজরে আসে পুলিশ কর্মী ও তার পরিবারের লোকেদের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদহের ইংরেজবাজার থানার যদুপুর মডেল কলনী এলাকায়। চোরের ঘটনা প্রকাশ্য আসতেই আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনায় ওই পুলিশকর্মী ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।জানা গিয়েছে,ওই পুলিশ কর্মীর নাম আজমল হক। বাড়ি মুর্শিদাবাদ জেলায়। মালদহ জেলা পুলিশে কর্মরত রয়েছেন। সেই সুবাদে ইংরেজবাজারের যদপুর মডেল কলোনি এলাকায় সপরিবারে প্রায় দেড় বছর ধরে ভাড়া থাকেন। মালদহ জেলা পুলিশ সুপার অফিসে বর্তমানে কর্মরত।
advertisement
এরপর ওই পুলিশকর্মী নিয়ম মেনে ইংরেজবাজার থানায় চুরির বিষয়ে এফআইআর দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: খোদ পুলিশের বাড়ি থেকে খোয়া গেল সবকিছু!
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement