হোম /খবর /মালদহ /
বর্ষাতেও আর জল জমবে না ইংরেজবাজারে

Malda News: বর্ষায় জলজমার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে ইংরেজবাজার

X
title=

বর্ষাকালে ইংরেজবাজারের মানুষের ভোগান্তির শেষ থাকে না। তবে সেই দুর্ভোগ এবার কাটতে চলেছে। চলতি বর্ষায় ইংরেজবাজারে যাতে জল না জমে তার জন্য বিশেষ উদ্যোগ নিল পুরসভা। আগেভাগেই শুরু হয়ে গেল নিকাশির কাজ।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মালদহ: সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে ইংরেজবাজারের বিভিন্ন এলাকা। ফলে বর্ষাকালে শহরের মানুষের ভোগান্তির শেষ থাকে না। তবে সেই দুর্ভোগ এবার কাটতে চলেছে। চলতি বর্ষায় ইংরেজবাজারে যাতে জল না জমে তার জন্য বিশেষ উদ্যোগ নিল পুরসভা। আগেভাগেই শুরু হয়ে গেল নিকাশির কাজ।

বর্ষাকালজুড়ে জলমগ্ন হয়ে থাকত সর্বমঙ্গলাপল্লীর প্রান্তপল্লী এলাকা। বিভিন্ন দরকারে এই এলাকায় মালদহের অন্যান্য প্রান্ত থেকে বহু মানুষ আসেন। এলাকাবাসীদের পাশাপাশি তাঁরাও ভোগান্তির মুখে পড়তেন। এছাড়াও শহরের একাধিক জায়গায় নিকাশি ব্যবস্থা ভালো না থাকায় প্রায় গোটা বর্ষাকালজুড়েই জল জমে থাকে। সেই পরিস্থিতি বদলাতেই ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বিশেষ বিশেষ জায়গাগুলি ঘুরে দেখেন। পুর আধিকারিক এবং কাউন্সিলরদের নিয়ে পুরপ্রধান শহরের বেশকিছু নিকাশিনালা পরিদর্শন করেন। ১৮ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লীর নিকাশি সমস্যাও খতিয়ে দেখেন তাঁরা।

আরও পড়ুন: জলের কল না বসিয়ে ভুয়ো বিল দেখিয়ে টাকা আত্মসাৎ করেছে পঞ্চায়েত! বিস্ফোরক অভিযোগ তুলে ভোট বয়কটের ডাক

এই পরিদর্শনের পরই পুরপ্রধান সিদ্ধান্ত নেন দ্রুত শহরের নিকাশি নালাগুলি সংস্কার করে ফেলা হবে, যাতে বর্ষাকালে ইংরেজবাজারে জল জমার সমস্যা আর না থাকে। এ প্রসঙ্গে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, বর্ষা শুরু হতে চলল। তার আগে কাউন্সিলরদের নিয়ে বিভিন্ন নিকাশী নালা বর্তমানে কী অবস্থা আছে তা পরিদর্শন করা হল। বর্ষা শুরু হওয়ার আগেই সবকিছু পরিষ্কার করে ফেলা হবে, যাতে দীর্ঘদিনের জলজমার যন্ত্রণা থেকে ইংরেজবাজারে মানুষ রেহাই পায়।

হরষিত সিংহ

Published by:kaustav bhowmick
First published:

Tags: Drainage System, Malda News, Water