লক্ষ্য হিমালয়কে রক্ষা করা, ৩ মাসের কর্মসূচি শেষে মালদায় হাওড়ার শঙ্কর বন্দ্যোপাধ্যায়

Last Updated:

হিমালয় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দূষণ কমানোর বার্তা। হিমালয়ের একাধিক উচ্চতম স্থান স্পর্শ করে আসলেন হাওড়ার পরিবেশ প্রেমী শংকর বন্দ্যোপাধ্যায়। প্রায় তিন মাসের যাত্রা পথের সূচনা করেছিলেন হাওয়া থেকে শেষ করেন অরুণাচল প্রদেশে।

+
সেভ

সেভ হিমালয় ক্লিন হিমালয় বার্তা 

মালদহ: হিমালয় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দূষণ কমানোর বার্তা হিমালয়ের একাধিক উচ্চতম স্থান স্পর্শ করে আসা হাওড়ার পরিবেশ প্রেমী শংকর বন্দ্যোপাধ্যায়ের। প্রায় তিন মাসের যাত্রা পথের সূচনা করেছিলেন হাওড়া থেকে শেষ করেন অরুনাচল প্রদেশে। বাইক নিয়ে ভ্রমণ শেষে শুক্রবার মালদহে আসেন শংকর। মালদহের বেশ কয়েকজন পরিবেশ প্রেমীদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়। তারপর তিনি বাইক নিয়ে হাওড়ার উদ্দেশ্য রওযনা দেন।
বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমশ হিমালয়ের বরফ গলে যাচ্ছে। এমনকি হিমালয়ে ছড়াচ্ছে দূষণ। এই দূষণ রোধের জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তবেই অনেকটা রক্ষা করা যেতে পারে হিমালয়। হিমালয়ের দূষণ রোধের জন্য 'সেভ হিমালয় ক্লিন হিমালয়' বার্তা নিয়ে নিজের বাইক নিয়ে যাত্রা শুরু করেছিলেন শংকর বন্দ্যোপাধ্যায়।
গত ২০ আগষ্ট হাওড়া থেকে শুরু করেন যাত্রা। পাঠানকোট হয়ে লাদাখ ওঠেন। এরপর এক এক করে সিয়াচেন সহ হিমালয়ের সমস্ত উচ্চতম জায়গা ছুঁয়ে আসেন। সেখান থেকে উত্তরাখণ্ড হয়ে নেপাল, দার্জিলিং, ভুটান, আসাম সহ অরুনাচল প্রদেশের হিমালয়ের উঁচু জায়গাগুলি ঘুরে আসেন। তাঁর এই ভ্রমণের মূল লক্ষ্য ছিল বর্তমান প্রজন্মের কাছে হিমালয় রক্ষার বার্তা দেওয়া।
advertisement
advertisement
এর আগেও তিনি সেফ গঙ্গা ক্লিনিং গঙ্গা বার্তা নিয়ে বাইক ভ্রমণ করেন। গঙ্গানদীর গতিপথ ধরে ছিল তাঁর সেই যাত্রা। এমনকি আগামীতে আরো এই ধরনের পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে ভ্রমণের ইচ্ছে রয়েছে ৫৭ বছর বয়সি শংকরবাবুর।হাওড়ার আন্দুলের বাসিন্দা শংকর ব্যানার্জি। পেশায় তিনি সরকারী কর্মী। ছোট বেলা থেকেই পরিবেশ নিয়ে কাজ করে আসছেন। এক স্বেচ্ছা সেবি সংস্থার সহযোগিতায় তিনি পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে ভ্রমণে বেরচ্ছেন। এছাড়াও তিনি নিজের উদ্যোগেও বিভিন্ন কাজ করে থাকেন।
advertisement
Harashit Singha
বাংলা খবর/ খবর/মালদহ/
লক্ষ্য হিমালয়কে রক্ষা করা, ৩ মাসের কর্মসূচি শেষে মালদায় হাওড়ার শঙ্কর বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement