Malda News: বর্ষবরণ উৎসব ও কার্নিভাল অনুষ্ঠান শুরু মালদায়

Last Updated:

নতুন বছর উদযাপনে পুরাতন মালদহ পুরসভার। সেজে উঠছে গোটা শহর। বর্ষবরণ উৎসবের সূচনা হল শুক্রবার সন্ধ্যায়। এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ষবরণ উৎসব ও কার্নিভাল অনুষ্ঠান শুরু হল।

+
title=

#মালদহ : নতুন বছর উদযাপনে পুরাতন মালদহ পুরসভার। সেজে উঠছে গোটা শহর। বর্ষবরণ উৎসবের সূচনা হল শুক্রবার সন্ধ্যায়। এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বর্ষবরণ উৎসব ও কার্নিভাল অনুষ্ঠান শুরু হল। শুক্রবার রাতে বহিরাগত শিল্পী সমন্বয়ে অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষ্ঠান। কানিভাল অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী ও পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। পুরাতন মালদা পুরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
প্রদীপ প্রজ্বলন ও নীল সাদা বেলুন উড়িয়ে পুরাতন মালদা শহরের কার্নিভাল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।বর্ষবরণ উৎসব উপলক্ষে আলো দিয়ে সাজানো হয়েছে গোটা পুরাতন মালদহ শহর। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিন প্রচুর মানুষ ভিড় করেন এই কার্নিভাল অনুষ্ঠানে। পুরাতন মালদহ পুরসভার পক্ষ থেকে গত কয়েক বছর ধরেই এই বর্ষবরণ উৎসব ও কার্নিভাল অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। শনিবার বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান আতশবাজি পোড়ানো সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
advertisement
এদিন সন্ধ্যা থেকেই মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে সাধারণ মানুষের উপচে পড়বে ভিড় এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। শনিবার সন্ধ্যায় বিশিষ্ট সংগীত শিল্পী সমন্বয়ে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বর্ষবরণ অনুষ্ঠানের কার্নিভালে গভীর রাত পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। পুরাতন মালদহ পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে বর্ষবরণ অনুষ্ঠানে শহরবাসীকে বিনোদন ও নতুন বছরে আনন্দে মেতে ওঠার জন্য এই আয়োজন করা হয়েছে।
advertisement
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: বর্ষবরণ উৎসব ও কার্নিভাল অনুষ্ঠান শুরু মালদায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement