Mizoram Bridge Collapse: মিজোরামের ব্রিজ ভেঙে মালদহের ২৪ জন শ্রমিক মৃত! নিখোঁজ ১০ জন! হাহাকার

Last Updated:

Mizoram Bridge Collapse: মিজোরামে নির্মীয়মাণ ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মালদহের ২৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শোকাহত পরিবার 
শোকাহত পরিবার 
মালদহ: মিজোরামে নির্মীয়মাণ ব্রিজ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মালদহের ২৭জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে এখনও প্রায় ১০ জন। জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে রতুয়া ২নং ব্লকের ১৬জন। ইংরেজবাজার ব্লকে ৬ জন। গাজল ব্লকে ১জন। কালিয়াচক রয়েছে ১জন। আরো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে অনুমান করছে মালদহ জেলা প্রশাসন। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই সংখ্যাটা পরিস্কার ভাবে বলা সম্ভব হচ্ছে না বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রতুয়া ২নং ব্লকের পুখুরিয়া গ্রাম পঞ্চায়েত চৌদুয়ামোড়,আলীনগর ,কুতুবগঞ্জ সহ একাধিক গ্রাম থেকে ৩৭ জন মিজোরামে এই ব্রীজ নির্মাণ কাজে গিয়েছিলেন। তার মধ্যে ১৭জনের এই মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত ভোটের পরই মিজোরামে ব্রীজ তৈরির জন্য শ্রমিক হিসাবে গিয়েছিলেন চৌদুয়ামোড় গ্রামের মোজাফের আলী। তাঁর স্ত্রী আজিরা বিবি বলেন দুই বছর ধরে ভিন রাজ্যে শ্রমিকের কাজে যায়।সকাল ১১টার নাগাদ খবর পায়। ব্রীজ ভেঙে গেছে। স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অপর এক শ্রমিকের স্ত্রী আসিনা খাতুন বলেন দুপুর ১২টার সময় খবর পেয়েছি। ব্রীজ ভেঙে গেছে। জেলায় কাজ নেই। তাই বাইরে কাজ করে খেতে হবে। এখন কি হবে জানা নেই।
advertisement
আরও পড়ুন: 
advertisement
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মিজোরামের দুর্ঘটনার খবর ট্যুইট করে জানান। মালদহ জেলা শাসক নীতিন সিংহনিয়াকে পরিবারগুলির তথ্য সংগ্রহের জন্য নবান্ন থেকে ফোন মারফৎ নির্দেশ দেওয়া হয়। এরপরই রতুয়া ২নং ব্লকে পুখুরিয়া গ্রাম পঞ্চায়েতের ওই এলাকার পরিবার গুলোর সঙ্গে দেখা করতে যান অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী। ঘটনাস্থলে পৌঁছে তিনি জানিয়েছেন, গোটা বিষয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ মতো দেহ আনতে যা যা ব্যবস্থা প্রয়োজন তা গ্রহণ করা হচ্ছে। আমাদের জেলাশাসক নীতিন সিংহনিয়া মিজোরামের এলাকার জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন। ১৮ জনের সনাক্ত করা হয়েছে তবে উদ্ধার কাজ শেষ হলে সম্পূর্ণ তথ্য বলা যাবে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Mizoram Bridge Collapse: মিজোরামের ব্রিজ ভেঙে মালদহের ২৪ জন শ্রমিক মৃত! নিখোঁজ ১০ জন! হাহাকার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement