Malda News: হকারের মেয়ে মালদহের নাম উজ্জ্বল করল দেশের ক্রীড়া জগতে

Last Updated:

হকারের মেয়ে জ্যাভলিন থ্রো-য়ে দ্বিতীয় হয়ে দেশের কাছে মালদহের নাম উজ্জ্বল করল

মালদহ: হকারের মেয়ের হাত ধরে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে এই প্রথম মালদহের ঝুলিতে এল পদক। প্রায় ১২০০ প্রতিযোগীকে হারিয়ে জ্যাভলিন থ্রোতে দেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে মালদহের মিষ্টি কর্মকার। দ্বিতীয় হওয়ায় জাতীয় ক্যাম্পে সুযোগ করে নিয়েছে মিষ্টি। আগামী দিনে সে অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়ার সঙ্গেও প্র্যাকটিসের সুযোগ পেতে পারে।
তাঁর এই সারা ফেলে দেওয়া সাফল্য নিয়ে মিষ্টি কর্মকার বলেন, আমার ইচ্ছে দেশের হয়ে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়া। এই সাফল্য সামনের দিকে এগোতে সাহায্য করবে। বিহারের পাটলিপুত্র স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তঃজেলা জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এই চমকপ্রদর্শ সাফল্য পেয়েছে মালদহের মিষ্টি। গত ১০ থেকে ১২ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে গোটা দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
advertisement
advertisement
মালদহ থেকে এই প্রতিযোগিতায় ১০ জন অংশগ্রহণ করার সুযোগ পায়। তাঁদের মধ্যে মিষ্টি কর্মকার অনুর্ধ- ১৪ বিভাগে জ্যাভলিন থ্রোতে সুযোগ পান। এই বিভাগে দেশের প্রায় ১২০০ জন অংশগ্রহণ করে। তাঁদের মধ্যে দ্বিতীয় হয়েছেন মিষ্টি। ৩৪.২৫ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে দ্বিতীয় হয়েছে সে। মালদহ রেলওয়ে হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী মিষ্টি কর্মকার। বাড়ি মালদহ শহরের মিশ্র কলনীতে। বাবা সঞ্জয় কর্মকার ট্রেনে হকারি করেন। দুঃস্থ পরিবারের সন্তান মিষ্টির এই সাফল্য স্বাভাবিকভাবেই আরও নজর কেড়েছে। মিষ্টির সাফল্য প্রসঙ্গে মালদহ দলের কোচ অসিত পাল বলেন, জাতীয় জুনিয়র প্রতিযোগীতায় পদক এসেছে। আমরা মিষ্টির সাফল্যে খুব খুশি। এখানে ভালো ফল করায় জাতীয় ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছে। আগামীতে আরও ভালো ফল করবে এই আশা করছি। আশা করি মিষ্টি আগামীতে দেশের হয়ে খেলার সুযোগ পাবে।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: হকারের মেয়ে মালদহের নাম উজ্জ্বল করল দেশের ক্রীড়া জগতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement