Malda News: বাক্সের গায়ে আমের কার্টন লেখা, কিন্তু জিআরপি-র জোর সন্দেহ, খুলতেই মিলল পেটি পেটি মদ!

Last Updated:

Maldah News: আমের কার্টুনে করে বেআইনিভাবে মদ পাচারের চেষ্টা বিহারে,রেল পুলিশের জালে ২৷

illegal transportation of foreign liquor in cartoon loaded with mangoes - Photo- Representative
illegal transportation of foreign liquor in cartoon loaded with mangoes - Photo- Representative
#মালদহ: মালদহ আমের কার্টুন নামিদামি কোম্পানির বিদেশি মদ। আমের কার্টুনের সাথে মিশিয়ে ট্রেনে ওঠানোর চেষ্টা। সন্দেহ হওয়াই কার্টুন গুলিতে তল্লাশি চালায় মালদহ জিআরপি কর্তারা। আমের কার্টুন খুলতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। আমের কার্টুনের ভেতরে বিদেশি মদের পেটি। একটি দুটি নয় আমের কার্টুনের ভেতর থেকে মোট ১৫ পেটি বিদেশি মদ উদ্ধার হয়েছে। রবিবার রাতে মালদহ টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কর্তব্যরত জিআরপি কর্তারা উদ্ধার করে বেআইনি মদের পেটি গুলি।
ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে।এমন অভিনব কায়দায় বেআইনি মদ পাচার চক্রের হদিশ মেলায় হতভাগ রেল পুলিশ।
Maldah News Maldah News
advertisement
মালদহ জিআরপি থানা সূত্রে জানা গিয়েছে, মূলত বিহারে পাচারের চেষ্টা করা হচ্ছিল বেআইনি বিদেশি মদ।রেল পুলিশ ও আরপিএফ এর নজর এড়াতে অভিনব কায়দা আমের কার্টুনে ভরে পাচারের চেষ্টা করছিল ধৃত ২ যুবক। গোপন সূত্রে খবর পেয়ে মালদহ জিআরপি মালদা রেল স্টেশনে তল্লাশি চালালিয়ে হাতেনাতে ধরে ফেলে। উদ্ধার হওয়া বিদেশি মদের আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা।
advertisement
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুই যুবক হল পঙ্কজ কুমার (১৮) এবং রোশন কুমার (১৯)।দুই জনের বাড়ি বিহারের পাটনা থানার এলাকায়। আমের কাটনে করে বিদেশি মদ পাচার চক্র এই প্রথম মালদহে ধরা পড়ল। বিহার রাজ্যে মদ নিষিদ্ধ। তাই মাদক পাচারকারীরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে মালদা থেকে বিহারে মদ পাচারের চেষ্টা করে থাকে। এর আগেও মালদহের বিহার সীমান্তবর্তী এলাকায় একাধিকবার মদ পাচারকারীদের আটক করেছে পুলিশ।
advertisement
মালদহ জিআরপির আইসি প্রশান্ত রায় বলেন, মালদহ থেকে পাটনা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মালদহ টাউন রেলস্টেশনে আমের কার্টুনে করে মদ মজুদ রাখা ছিল। পাটনা এক্সপ্রেসে করে ওই মদ গুলি নিয়ে যাওয়া হত বিহারের পাটনায়।অভিযুক্ত দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ জিআরপি থানার পুলিশ কর্তারা। এই ঘটনার পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সোমবার অভিযুক্ত দুজনকে মালদহ জেলা আদালতে পেশ করে জিআরপি থানার পুলিশ।
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: বাক্সের গায়ে আমের কার্টন লেখা, কিন্তু জিআরপি-র জোর সন্দেহ, খুলতেই মিলল পেটি পেটি মদ!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement