Malda News: ট্রেন দুর্ঘটনার পর ১ ঘন্টা জঙ্গলের পথ হেঁটে অবশেষে বাড়ি ফিরল হাবিবুর! ঘটনা জানলে আঁতকে উঠবেন

Last Updated:

যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস ট্রেনের শেষের আগের জেনারেল কামরায় ছিলেন মালদহের শ্রমিক হাবিবুর ইসলাম। কামরার মাঝের দরজার কাছে জানালার পাশে সিট মিলেছিল। দূর্ঘটনার সময় প্রথমে হঠাৎ বিকট শব্দ। তারপরেই ঝাঁকুনি দিয়ে ট্রেনের কামরা বেলাইন হতে থাকে।

+
title=

মালদহ: যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস ট্রেনের শেষের আগের জেনারেল কামরায় ছিলেন মালদহের শ্রমিক হাবিবুর ইসলাম। কামরার মাঝের দরজার কাছে জানালার পাশে সিট মিলেছিল। দূর্ঘটনার সময় প্রথমে হঠাৎ বিকট শব্দ। তারপরেই ঝাঁকুনি দিয়ে ট্রেনের কামরা বেলাইন হতে থাকে। ইলেকট্রিক পোল ভাঙতে দেখেন হাবিবুর। জানালার কাচ ভাঙতে থাকে। তারপর অচৈতন্য হয়ে পড়েছিলেন হাবিবুর ইসলাম।
জ্ঞান ফিরতেই তিনি শুনতে পান চারিদিকে আর্তনাদ। চারিপাশে রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। সেই অবস্থায় কোনও ক্রমে কামরা থেকে বেরিয়ে আসেন। স্থানীয়রা ততক্ষণে উদ্ধার কাজ করছে। আতঙ্কে জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করেন।
advertisement
অন্ধকারের মধ্যে প্রায় একঘন্টা চলার পর গাড়ির শব্দ পান। সেই শব্দ অনুসরণ করে সড়ক পথের রাস্তার খোঁজ মেলে। রাস্তায় উঠে একটি পেট্রোল পাম্প দেখে সেখানে যান। সেখানে সমস্ত ঘটনা বলেন পাম্প কর্মীকে। পাম্প কর্মীর সাহায্য সেখান থেকে কলকাতাগামী বাসে ওঠেন।
advertisement
সেখান থেকে ৬০০ টাকা ভাড়া দিয়ে কলকাতা পৌঁছন। কলকাতা থেকে আবার বাসে মালদহে ফিরে আসেন।মালদহে ফিরে তার অভিজ্ঞতার কথা জানালেন হাবিবুর ইসলাম। পরিবার সূত্রে জানা গিয়েছে হাবিবুর ইসলাম পেশায় রাজমিস্ত্রী। আন্ধ্রপ্রদেশে কাজ করতেন। বাড়ি মালদহের যদুপুর কমলাবাড়ি এলাকায়।পরিবারে রয়েছে স্ত্রী ও ছেলে। ঈদের মাসে বাড়িতে এসেছিলেন তিনি। এরপর কাজে যোগ দিয়ে ছিলেন। কাজ শেষ করে আবার বাড়ি ফিরছিলেন।
advertisement
বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার আগের দিন যসবন্তপুর হাওড়া এক্সপ্রেস ট্রেনে করে হাওড়া ফিরছিলেন। যসবন্তপুর ট্রেনের শেষের আগের কামড়ার মাঝে ছিলেন হাবিবুর রহমান। যখন করমন্ডলের ধাক্কা মারেন তখন বিকট শব্দ পান। দেখতে পাই ট্রেনের কাঁচ ভেঙে অনেকে জখম হচ্ছে । তিনিও পাথরের আঘাতে অচৈতন্য হয়ে পড়েন। ঘন্টাখানেক পরে জ্ঞান ফিরলে স্থানীয়রা জানায় এখানে থাকলে মারধর করতে পারে।
advertisement
হাবিবুর ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে আমি ভিন রাজ্যে কাজ করি। এমন দুর্ঘটনা আর কোনদিন দেখিনি। আতঙ্কে জঙ্গলের পথ দিয়ে চলতে শুরু করেছিলাম। শরীর চলছিল না তবুও হেঁটেছি। অবশেষে এক ঘণ্টার বেশি চলার পর বাস ধরে কলকাতায় ফিরে এসেছি। এখন বাড়িতেই রয়েছি ।”
advertisement
জীবন বাঁচাত ভয়ে জঙ্গলের পথ ধরে পালাতে শুরু করেন। অবশেষে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে এসেছেন। তবে সংসার চালাত কাজ করতে হবে। আতঙ্ক গ্রাস করেছে এখনও। ট্রেন দূর্ঘটনায় মৃতদেহ আর আহতদের আর্তনাদ এখনও কানে বাজছে হাবিবুরের।
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ট্রেন দুর্ঘটনার পর ১ ঘন্টা জঙ্গলের পথ হেঁটে অবশেষে বাড়ি ফিরল হাবিবুর! ঘটনা জানলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement