Durga Puja 2022|| পালকি চড়ে স্নানে যায় কলাবউ, প্রাচীন রীতিতেই পুজো চলছে মালদহের সেন বাড়িতে

Last Updated:

Malda Sen Family Durga Puja History: মালদহের ঐতিহ্যবাহী পুজোর মধ্যে অন্যতম কোতোয়ালি সেন বাড়ির পুজো। এই বছর ১৬৮ তম পুজো। পুরনো ঠাকুর দালানে আজও নিষ্ঠার সঙ্গে পুজো করে আসছে বর্তমান প্রজন্ম।

+
title=

#মালদহ: মালদহের ঐতিহ্যবাহী পুজোর মধ্যে অন্যতম কোতোয়ালি সেন বাড়ির পুজো। এই বছর ১৬৮ তম পুজো। পুরনো ঠাকুর দালানে আজও নিষ্ঠার সঙ্গে পুজো করে আসছে বর্তমান প্রজন্ম। এই পুজোর বিশেষত্ব সপ্তমীর সকালে কলা বউকে পালকি করে নিয়ে যাওয়া হয় স্নানের ঘাটে। বণার্ঢ্য শোভাযাত্রা সহকারে পালকিতে করে স্থানীয় কালিন্দী নদীর ঘাটে স্নান করিয়ে নিয়ে আসা হয়। তারপর মন্দিরে কলা বউ ও পুজোর ঘট প্রতিষ্ঠা করা হয়। সন্ধিপুজোর সূচনা হয় শুন্যে গুলি ছুঁড়ে।
মালদহের ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি সেন বাড়ির পুজো আসলে বর্ধমানের। পুজোর প্রতিষ্ঠাতা রঘুনন্দন সেন ছিলেন বর্ধমানের শ্রীখণ্ডের বাসিন্দা। সেখানে নিয়মিত দুর্গাপুজো করতেন। রঘুনন্দন সেনের মামার বাড়ি মালদহের কোতোয়ালি। মামা রাধানাথ চৌধুরীর কোনও সন্তান ছিল না। তাই ভাগ্নে রঘুনন্দন সেনকে নিজের কাছে ডেকে নেন বিষয় সম্পত্তি দেখভালের জন্য। রঘুনন্দন সেন মালদহে চলে গেলে শ্রীখণ্ডের মায়ের মন্দিরে পুজো বন্ধ হয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ প্রতিপদেই জ্বলে ওঠে রাজ রাজেশ্বরীর হোমকুণ্ড, বনেদিয়ানায় ঠাসা কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোর ইতিহাস
পরিবারের সদস্যদের দাবি, রঘুনন্দন সেনকে স্বপ্নাদেশে পুজোর আদেশ দেন দেবী দুর্গা। শ্রীখণ্ডের মন্দিরের মাটি নিয়ে এসে কোতোয়ালিতে পুজো শুরুর স্বপ্নাদেশ দেন। স্বপ্নাদেশ পেয়েই রঘুনন্দন সেন শ্রীখণ্ডের ঠাকুরদালান থেকে মাটি নিয়ে এসে পুজো শুরু করেন কোতোয়ালিতে। তখন থেকেই কোতোয়ালির সেন বাড়ির পুজো নামেই পরিচিত এই দুর্গাপুজো।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভোগ খেতে আসতেন নজরুল ইসলাম, উত্তরপাড়ার চট্টোপাধ্যায়দের দুর্গাপুজোর গৌরবময় কাহিনী
বর্তমানে রঘুনন্দন সেনের বর্তমান প্রজন্ম পুজোর সঙ্গে যুক্ত। বছরের অন্যান্য সময়ে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকলেও পুজোর সময় সকলে একত্রিত হন। সকলে মিলে মিশেই এই পুজোয় অংশগ্রহণ করেন। দশমীর দিন পরিবারের সকলে মিলে দেবী দুর্গাকে নৌকায় করে কালিন্দী নদীতে বাইচ খেলায় অংশগ্রহণ করেন। এ ছাড়া পুজোর পাঁচ দিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবারের সব সদস্যরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Durga Puja 2022|| পালকি চড়ে স্নানে যায় কলাবউ, প্রাচীন রীতিতেই পুজো চলছে মালদহের সেন বাড়িতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement