Malda News: একেবারে অভিনব ভোগের আয়োজন পাতালচন্ডী মন্দিরের বাসন্তী পুজোয়, মিষ্টি ভোগের পরিমাণ শুনলে চোখ কপালে
- Published by:Debalina Datta
Last Updated:
Basanti Puja at Patalchandi Temple: পাতাল চণ্ডী মন্দিরে বাসন্তি পুজো, দেবীকে দেওয়া হয় মিষ্টি ভোগ
মালদহ: প্রাচীন পাতাল চন্ডী মন্দিরে বাসন্তী পুজোয় ভোগ নিবেদন রেওয়াজ রয়েছে ভক্তদের মধ্যে। বাসন্তী পুজোর পাঁচ দিন জেলা ও জেলার বাইরের বহু ভক্তের সমাগম ঘটে, মালদহের গৌড় সংলগ্ন কাটাগর পাতাল চন্ডী মন্দির প্রাঙ্গণে। বাসন্তী পুজোয় দূরদূরান্ত থেকে আসা ভক্তরা বিভিন্ন মিষ্টান্ন ভোগ নিবেদন করে থাকেন।
প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ কেজি মিষ্টান্ন ভোগ নিবেদন করেন ভক্তরা। বাসন্তী পুজোর পাঁচ দিন ধরে চলে মিলন মেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পুজোর মূল আকর্ষণ নর নারায়ণ সেবাও। চারিদিকে আম বাগান ঘেরা বিশাল এক জলাশয়ের পাশে রয়েছে গৌড়ের সেন আমলের পাতালচণ্ডী মন্দির। একসময় এই মন্দির প্রাঙ্গন জরাজীর্ণ অবস্থায় ছিল। সাধারণ মানুষ তেমন এই মন্দির প্রাঙ্গণে আসতেন না। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মন্দির প্রাঙ্গণে শুরু করা হয় বাসন্তী পুজো।
advertisement
advertisement
এ বছর বাসন্তী পুজোর ৪৩ তম বর্ষ। প্রতি বছর পাতাল চন্ডী মন্দির প্রাঙ্গণে বাৎসরিক উৎসব হয়ে উঠেছে এই বাসন্তী পুজো। বর্তমানে এই পুজোর ব্যাপ্তি জেলা ছাড়িয়ে বিভিন্ন দিকে ছড়িয়েছে। দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই মন্দির প্রাঙ্গণে।গৌড়ের ইতিহাস থেকে জানা যায়, সেন রাজাদের কুলদেবী ছিল চন্ডী।
advertisement
আরও পড়ুন - Investment Tips: সহজে টাকা বাড়িয়ে মালামাল হতে স্টকে ইনভেস্ট, জেনে নিন সব ঝুঁকি ও খুঁটিনাটি
সেন আমলে গৌড়ের চার প্রান্তে চারটি চন্ডী মন্দির প্রতিষ্ঠাতা করা হয়। তাঁদের মধ্যে অন্যতম পাতাল চন্ডী। এখনো প্রাচীন পাথরে খোদাই করা দেবী মূর্তি রয়েছে এখানে। এই পাতাল চন্ডী মন্দির প্রাঙ্গণে বর্তমানে শুরু হয়েছে বাসন্তী পুজো। শুধুমাত্র বাসন্তী পূজো নয় বর্তমানে পাতাল চন্ডী মন্দির প্রাঙ্গণে রয়েছে মা কালী বজরংবলী ও শিব মন্দির। এই দেবদেবীর টানে বহু ভক্ত এখানে নিয়মিত আছেন। ঐতিহাসিক নিদর্শন এই পাতাল চন্ডী মন্দির বাসন্তী পুজোর মধ্যে দিয়ে এক অন্য আকর্ষণ হয়ে উঠেছে বিগত কয়েক বছর ধরে।
advertisement
Harsit Singh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2023 12:12 PM IST