দক্ষিণবঙ্গে আজ কালবৈশাখীর মতো পরিস্থিতি। দমকা ঝড়ের গতিবেগ বাড়বে। বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ ও কাল ,শুক্র ও শনিবার ঝড়-বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে রবিবার উত্তর-পশ্চিম ভারতে। একটি অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গ থেকে উত্তর ওড়িশা পর্যন্ত যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত আরও একটি অক্ষরেখা রয়েছে। যেটি যেটি বিদর্ভ ও কর্ণাটকের ওপর দিয়ে গেছে। রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।