Malda News: মহানন্দায় মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবী! নৌকাতে ঘটল ভয়াবহ ঘটনা!

Last Updated:

Malda News: নৌকায় করে মহানন্দায় রাতভোর মাছ ধরতেন। নৌকাতেই রাত কাটিয়ে সকালে বাড়ি ফিরতেন। তবে বৃহস্পতিবার ঘটে গেল ভয়াবহ ঘটনা!

মৃতদেহ দেখতে জনতার ভিড়
মৃতদেহ দেখতে জনতার ভিড়
#মালদহ:  নৌকায় করে মহানন্দায় রাতভোর মাছ ধরতেন। নৌকাতেই রাত কাটিয়ে সকালে বাড়ি ফিরতেন। তবে বৃহস্পতিবার আর ফেরা হলোনা। গভীর রাতে নৌকা থেকে পড়ে মৃত্যু হল এক মৎসজীবীর। এদিন সকালে মহানন্দার তীরে ভেসে উঠল দেহ। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পুরাতন মালদহের নবাবগঞ্জ ললাবাগ এলাকায়। নদীতে প্রথমে স্থানীয়রা দেহটি ভেসে থাকতে দেখে। স্থানীয়রাই দেহটি চিহ্নিত করে খবর দেয় মালদহ থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রাথমিক অনুমানমহানন্দা নদীর জলে ডুবেই মৃত্যু হয়েছে মৎস্যজীবীর। মৃত ব্যক্তির নাম সুরেশ হালদার (৫৫) বাড়ি পুরাতন মালদহ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁশহাটি এলাকায়।
তিনি পেশায় মৎস্যজীবী ছিলেন। স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে,তিনি নিয়মিত মহানন্দা নদীতে মাছ ধরার কাজ করতেন। মাছ ধরেই তার সংসার চলতো বলে জানা গিয়েছে।প্রত্যেকদিনের মতই বুধবার রাতে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হয়নি। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ অন্যান্য মৎস্যজীবীরা নদীর জলে ভেসে থাকতে দেখলে তারা তৎক্ষণা মালদহ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে মৎস্যজীবীর নদীর জলে ডুবে মৃত্যুর ঘটনার নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে পরিবারের লোকেরা।
advertisement
এই বিষয়ে মালদহ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। স্থানীয় বাসিন্দা আনন্দ মন্ডল বলেন, নিয়মিত মহানন্দা নদীতে মাছ ধরতে যেতেন। প্রতিদিনের মতো বুধবার রাতেও মাছ ধরতে যায়। অধিকাংশ রাতেই তিনি নৌকায় থেকে যেতেন। অন্যান্য দিন বাড়ি ফিরলেও বৃহস্পতিবার ভোরে বাড়ি ফিরে আসেননি। ভোর নাগাদ অন্যান্য মৎস্যজীবীরা নদীর ধারে তার দেহ ভেসে থাকতে দেখে। পুলিশকে খবর দেওয়া হয় দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে।তবে কিভাবে মৃত্যু হল তা আমাদের সঠিক জানা নেই ঘটনার তদন্ত করছে পুলিশ।
advertisement
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: মহানন্দায় মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবী! নৌকাতে ঘটল ভয়াবহ ঘটনা!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement