মালদহ: চিকিৎসা পরিষেবা থেকে পড়াশোনার আমূল পরিবর্তন হতে চলেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এক সঙ্গে ৮২ জন এমবিবিএস চিকিৎসক সরাসরি যুক্ত হবেন চিকিৎসা পরিষেবার সঙ্গে। কারণ ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্নাতকোত্তর ডিগ্রিতে একসঙ্গে ৮২ টি আসন আসন খোলার অনুমতি মিলেছে। মেডিকেল কলেজের সমস্ত বিষয়েই এবার থেকে এমডি কোর্সের সুযোগ পাবেন এমবিবিএস সম্পূর্ণ করা চিকিৎসকেরা।
সমস্ত বিষয়ে এমডি কোর্স চালু হলে একদিকে যেমন পড়াশোনার মান বৃদ্ধি পাবে, অপরদিকে চিকিৎসা পরিষেবা আরও ভালো হবে মালদা মেডিকেল কলেজের। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তিনটি বিষয়ে পড়ানো হয় এমডি। গত দুই বছর আগে থেকে এমডি পড়ানো শুরু হয়েছে। দুই বছরে তিনটি বিষয়ে পড়ানোর অনুমতি মিলেছিল। এবার কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ১৭ টি বিষয়ে পড়ানোর অনুমতি প্রদান করেছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, গাইনি, পেডিয়াট্রিক ও মাইক্রোবাইলজি, বিষয়ে এমডি পড়ানো হচ্ছে।
আরও পড়ুন - সতীপীঠের মাহাত্ম্য অনেক, পূর্ব বর্ধমানের এই শক্তিপীঠের গল্প জেনে নিন
এবার বাকি জেনারেল সার্জারি, এমার্জেন্সি মেডিসিন, রেডিওলজি, রেডিওথেরাপি,চোখ-কান-নাক, প্যাথলজি সহ সমস্ত বিষয়েই এমডি কোর্স চালু হবে। কোনও বিষয়ে চারটি, কোনও বিষয়ে পাঁচটি করে আসন রয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু করার পরিকল্পনা রয়েছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের তরফ থেকে ছাড়পত্র মিলতেই প্রক্রিয়া শুরু হয়েছে। এমডি কোর্সের জন্য পরিকাঠামো প্রয়োজন। সমস্ত রকম পরিকাঠামো তৈরির কাজ শুরু করা হবে শীঘ্রই।
আরও পড়ুন - পাঁচফুটের পাইথন জড়িয়ে আছে গলা! কিছুক্ষণে যা ঘটল! চোখ কপালে উঠল মালদাবাসীর
পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকেও অনুমতি প্রয়োজন। আগামী এক বছরের মধ্যে সমস্ত কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।এমডি কোর্স চালু হলে প্রশিক্ষণরত চিকিৎসকেরাও চিকিৎসা পরিষেবা দিবেন। মেডিকেল কলেজের চিকিৎসকের ঘাটতির সমস্যার অনেকটাই সমাধান হবে। পাশাপাশি এমডি কোর্স চালু হলে চিকিৎসা পরিকাঠামোর উন্নতি হবে। ভাল উন্নত আধুনিক পরিষেবা পাবেন সাধারণ মানুষ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, মেডিকেল কলেজে ১৭ টি বিষয় পড়ানো হয়। প্রতিটি বিষয়েই এমডি কোর্স চালু করা ছাড়পত্র মিলেছে। মোট ৮২ টি আসন হচ্ছে। এতে মেডিকেল কলেজের পড়াশোনা ও চিকিৎসা পরিষেবার মান বৃদ্ধি পাবে।
Harshit Singhaনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Malda, Malda Medical College