Malda News: ‘গোটা গ্রামটাই কি তলিয়ে যাবে?’ গঙ্গার রাক্ষুসে রূপে আতঙ্কের প্রহর গুণছে বাসিন্দারা

Last Updated:

ফের মালদহে গঙ্গা ভাঙন। আতঙ্কে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।  গঙ্গার রাক্ষুসে রূপে এবার আতঙ্ক ছড়িয়েছে মালদহের মানিকচক ব্লকের গোপালপুর পঞ্চায়েতের এলাকায়।

+
‘গোটা

‘গোটা গ্রামটাই কি তলিয়ে যাবে?’ গঙ্গার রাক্ষুসে রূপে আতঙ্কের প্রহর গুণছে বাসিন্দারা

মালদহ: ফের মালদহে গঙ্গা ভাঙন। আতঙ্কে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।গঙ্গার রাক্ষুসে রূপে এবার আতঙ্ক ছড়িয়েছে মালদহের মানিকচক ব্লকের গোপালপুর পঞ্চায়েতের এলাকায়। এই এলাকার গঙ্গা তীরবর্তী একাধিক এলাকায় নদীর পাড় ভাঙছে। সহবত টোলা ও শান্তি মোড় এলাকায় ব্যাপক হারে ভাঙন শুরু হয়েছে। এই এলাকায় লাগাতার ভাঙন হতে থাকলে সমস্যায় পড়তে পারে আশেপাশের প্রায় ১০ টি গ্রাম। সর্বহারা হতে পারে কয়েক হাজার পরিবার।
ইতিমধ্যেই ভাঙনে তলিয়ে গেছে নদীপাড়ের বিস্তীর্ণ এলাকার জমি। স্বভাবতই ভাঙন আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। বিক্ষোভ দেখাচ্ছেন ভাঙন রোধের দাবিতে। সঠিক ভাঙন রোধের কাজ করার দাবি তুলছেন গ্রামের বাসিন্দারা।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গা নদীর তীরবর্তী এলাকা জুড়ে বিগত বছরেও ব্যাপক ভাঙন হয়েছে। ভাঙন রোধের জন্য বারংবার দাবি তুলেছেন গ্রামের বাসিন্দারা। তবে ভাঙন আটকানোর সঠিক কাজ হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। আবারও তীব্র আকারে ভাঙন শুরু হওয়ায় মুহূর্তের মধ্যে নদীগর্ভে চলে যাচ্ছে বিস্তীর্ণ এলাকা।
advertisement
আর এই ভাঙনের আতঙ্ক ছড়াচ্ছে এলাকা জুড়ে। এভাবে ভাঙন চলতে থাকলে গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কাও করছেন গ্রামবাসীরা। তাই ভাঙন রোধের সঠিক কাজ হোক সেই দাবি গ্রামবাসীদের। তাদের অভিযোগ বর্ষার মরশুমে ভাঙন রোধের কাজ শুরু হয় এলাকায়। তারপর আর কোনও কাজ হয় নি।প্রতিবছর এলাকায় গঙ্গা ভাঙন দেখা দিচ্ছে। স্থানীয় বাসিন্দা তথা গঙ্গা ভাঙন একশন কমিটির সদস্য মহম্মদ রফিকুল আলম বলেন, এই অঞ্চলে আবারও ভাঙন শুরু হয়েছে। এইভাবে ভাঙন চলতে থাকলে বেশ কয়েকটি গ্রাম তলিয়ে যাবে নদীগর্ভে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ‘গোটা গ্রামটাই কি তলিয়ে যাবে?’ গঙ্গার রাক্ষুসে রূপে আতঙ্কের প্রহর গুণছে বাসিন্দারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement