Malda News: প্রাচীন রীতি মেনে এখনও মশাল জ্বালিয়ে চলে মালদহের এই কালীপুজো
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Kali Puja 2022: অবিভক্ত বাংলায় ঘন জঙ্গলে ডাকাতেরা পুজো শুরু করেছিলেন এখানে।কালীপুজোর রাতে ঘন জঙ্গলে মশাল জ্বালিয়ে পুজো চলত রাতভর
হরষিত সিংহ, মালদহ: ভক্তদের কাছে জাগ্রত মালদহের হবিবপুর ব্লকের মানিকোড়া 'ডাকাত কালী'। পুজো ঘিরে সাতদিনব্যাপী চলে মেলা, গানের আসর।মালদহের হবিবপুরের মানিকোড়া গ্রামের এই কালীপুজোকে ঘিরে রয়েছে নানা গল্প। সেখানে গেলেই স্থানীয়দের মুখে এই সব প্রচলিত পুজোর কাহিনী শোনা যায়।
তবে অধিকাংশ বাসিন্দাদের দাবি এই পুজোর ডাকাত দলের হাত ধরেই সূচনা। অবিভক্ত বাংলায় ঘন জঙ্গলে ডাকাতেরা পুজো শুরু করেছিলেন এখানে।কালীপুজোর রাতে ঘন জঙ্গলে মশাল জ্বালিয়ে পুজো চলত রাতভর, প্রতিমা বিসর্জন করে চলে যেত ডাকাতদল। পরবর্তীতে এই পুজোর দায়িত্ব গ্রহণ করেন স্থানীয় জমিদার।
advertisement
advertisement
আরও পড়ুন : দীপাবলীতে কদর কমেছে মাটির প্রদীপের! দাপট চিনা আলোর
view commentsবর্তমানে মানিকোড়া গ্রামের বাসিন্দারা মিলিত হয়ে এই কালীপুজো করছেন। একসময়ের ডাকাত কালী এখন সর্বজনীন কালীপুজো হিসেবেই পরিচিত। মানিকোড়া ডাকাত কালী ভক্তদের কাছে খুবই জাগ্রত। শুধুমাত্র মালদহ জেলা নয়, বর্তমানে রাজ্য ও রাজ্যের বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই কালীপুজোয়। বর্তমানে কালীপুজোকে ঘিরে এক বিশাল মেলার আয়োজন করে থাকেন গ্রামের বাসিন্দারা। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই কালীপুজো ও মেলা দেখতে আসেন। কালীপুজো উপলক্ষে সাতদিন ব্যাপী চলে মেলা ও আলকাপ গানের আসর।
Location :
First Published :
October 17, 2022 3:47 PM IST