Malda News- মালদহর মানিকচক ব্লকে রাতের অন্ধকারে কৃষকদের জমির ফসল নষ্ট করল দুষ্কৃতীরা
- Published by:Samarpita Banerjee
Last Updated:
পুলিশ প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিবার
#মালদহ- গভীর রাতে জমির ফসল কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। মালদহর মানিকচক ব্লকের নাজিরপুর পঞ্চায়েতের বেগমগঞ্জ এলাকার ঘটনা। দুই বিঘা জমির শশা গাছ কেটে নষ্ট করে পালিয়েছে কেউ বা কারা। মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত তিন কৃষকের। বিষয়টি নিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত তিন কৃষক। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামজুড়ে। বেগমগঞ্জ গ্রামের বাসিন্দা জয়ন্ত মন্ডল, অনেশ মন্ডল ও সনাতন মন্ডল চাষবাস করে জীবিকা নির্বাহ করে। ক্ষুদ্র কৃষক হাওয়ায় ঋণের টাকা নিয়ে জমিতে চাষাবাদ করেন তিন কৃষক। ফসল উঠলে ঋণের টাকা শোধ করেন তারা। এই ভাবেই চাষাবাদ করে সংসার চালান কৃষক পরিবারগুলি।
এবারও ঋণের টাকা নিয়ে একসাথে শশা চাষ করেছিলেন ৩ কৃষক। শুক্রবার সকালে দুই বিঘা জমি শশার গাছগুলি কেটে পড়ে থাকতে দেখে গ্রামের বাসিন্দারা। প্রতিবেশীরা খবর দেয় জমির মালিকদের। ছুটে এসে দেখেন তাদের জমির সমস্ত শশা গাছ কেটে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। দুই বিঘা জমির সমস্ত ফসল কেটে নষ্ট করে দেয় বলে অভিযোগ। গোটা ঘটনা সামনে আসতেই মাথায় হাত পড়েছে চাষীদের। এই বিষয়ে মানিকচক থানার পুলিশের কাছে লিখিতভাবে জানিয়েছেন কৃষকেরা। ক্ষতিগ্রস্ত কৃষক জয়ন্ত মন্ডল বলেন, "শুক্রবার এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারি আমার জমির ফসল কেটে নষ্ট করেছে দুষ্কৃতীরা। ছুটে এসে দেখি জমির সমস্ত ফসল কেটে ফেলে দিয়েছে। আমি ঋণ নিয়ে এবার শশা চাষ করেছিলাম। আমার প্রায় লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হলো। এ বিষয়ে মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আমি চাই পুলিশ প্রশাসন দোষীদের শাস্তি দিক।" মানিকচক ব্লকের বেগমগঞ্জ গ্রামের অধিকাংশ কৃষক চাষাবাদ করেন ঋণের টাকা নিয়ে। কি কারণে এই তিন কৃষকের ফসল দুষ্কৃতীরা নষ্ট করল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ফসল কেটে ফেলে দেওয়ায় তিন কৃষকের সব মিলিয়ে প্রায় ৩ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে। পুলিশ প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিবার।
Location :
First Published :
March 04, 2022 8:46 PM IST