Malda News: রাজ্য স্তরের অ্যাথলেটিক্সে জয়জয়কার মালদহের, জেলার ঝুলিতে সোনা সহ ৯টি পদক

Last Updated:

রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্যাপক সাফল্য মালদহের। বিভিন্ন প্রতিযোগিতায় দুইটি সোনা একটি  সিলভার ও ছয়টি ব্রোঞ্জ পদক মালদহের ঝুলিতে। ব্যক্তিগত ইভেন্টে প্রথম হয়ে মালদহের নাম উজ্জ্বল করল অ্যাথলিট মিষ্টি কর্মকার।

রাজ্য স্তরের অ্যাথলেটিক্সে জয়জয়কার মালদহের
রাজ্য স্তরের অ্যাথলেটিক্সে জয়জয়কার মালদহের
মালদহ: রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্যাপক সাফল্য মালদহের। বিভিন্ন প্রতিযোগিতায় ২ টি সোনা ১ টি রুপো ও ৬টি ব্রোঞ্জ পদক মালদহের ঝুলিতে। ব্যক্তিগত ইভেন্টে প্রথম হয়ে মালদহের নাম উজ্জ্বল করল অ্যাথলিট মিষ্টি কর্মকার। জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছে মিষ্টি।
অনূর্ধ্ব ১৮ বিভাগে ছেলেদের তিন হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় সোনা জিতেছে বলরাম মণ্ডল। তাঁর এমন সাফল্যে খুশি জেলার ক্রীড়া-প্রেমীরা। দুটি স্বর্ণপদক এর পাশাপাশি একটি রুপো ও ছয়টি ব্রোঞ্জ পদক পেয়েছে মালদহের অ্যাথলেটিকস খেলোয়ারেরা। প্রত্যেকেই ভাল ফলাফল করেছে।ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৭১ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। কলকাতার সাই ক্যাম্পাসে ১৩ থেকে ১৬ অগাস্ট এই প্রতিযোগিতায় রাজ্যের প্রতিটি জেলায় অংশগ্রহণ করে।
advertisement
advertisement
 
advertisement
মালদহ জেলার দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টে মালদহের অ্যাথলিটরাঅংশগ্রহণ করে। প্রত্যেকটি ইভেন্টে পদক না আসলেও ভালো ফলাফল করেছে মালদহের খেলোয়াড়েরা। প্রতিবছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তবে ধীরে ধীরে এই প্রতিযোগিতায় মালদহের সাফল্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
জেলার খেলোয়াড়দের এমন সাফল্যের খুশি মালদহ জেলা ক্রীড়া সংস্থার কর্তারা। মালদহ জেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ্য দিলীপ দে বলেন, রাজ্য অ্যাথলেটিক্সপ্রতিযোগিতায় মালদহের দল পাঠানো হয়েছিল। সেখানে ভালো ফলাফল করেছে আমাদের ছেলেমেয়ের।
advertisement
Harshit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: রাজ্য স্তরের অ্যাথলেটিক্সে জয়জয়কার মালদহের, জেলার ঝুলিতে সোনা সহ ৯টি পদক
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement