India Book of Records: পড়াশুনো ইংরাজি মাধ্যমে তাতে কী, ৮ মিনিটে ৫০ টি বাংলা কবিতা মুখস্ত বলল খুদে

Last Updated:

Malda News: মাত্র আট মিনিটে পঞ্চাশটি কবিতা মুখস্থ বলে অবাক করছে এই শিশু

+
৫০

৫০ টি কবিতা একসঙ্গে মুখস্থ বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলল মালদহের খুদে

মালদহ:  বয়স মাত্র পাঁচ বছর। এই বয়সে ঝড়ের গতিতে ৫০ টি কবিতা একসঙ্গে মুখস্থ বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলল মালদহের খুদে। মাত্র আট মিনিট এর কিছু বেশি সময়ে পঞ্চাশটি কবিতার কবির নাম সহ মুখস্থ বলেছে মাহফুস রহমান।
বাংলা কবিতা এর আগে এত অল্প সময়ে মুখস্থ বলার রেকর্ড নেই। নতুন এই রেকর্ড করে পরিবার তথা জেলার নাম উজ্জ্বল করেছে পাঁচ বছরের মাহাফুস। ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড করার সার্টিফিকেট সহ মেডেল হাতে পেয়েছে পরিবার।
আরও দেখুন
advertisement
বাবা মসফুদার রহমান বলেন, ‘‘আমিও বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি। কিন্তু এত অল্প বয়সে এত কবিতা মুখস্থ বলার স্মৃতি কঠিন। আমার ছেলে পেরেছে। খুব ভালো লাগছে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠেছে। ইতিমধ্যে মেডেল সার্টিফিকেট হাতে পেয়েছি।’’
advertisement
মালদহ কলেজের অধ্যাপক মসফুদার রহমানের একমাত্র ছেলে মাহফুস রহমান। বাড়ি মালদহ শহর সংলগ্ন বাগবাড়ি রাজনগর এলাকায়। মা তাহসিনা আফরীন গৃহবধূ। মাহফুসের বয়স পাঁচ বছর সাত মাস। মালদহ শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ইউ কেজিতে পড়াশোনা করে। ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করলেও পরিবারের লোকেদের ইচ্ছে তাঁদের ছেলে বাংলা ভাষায় পারদর্শী হোক। তাই ইংরেজির পাশাপাশি বাড়িতে নিয়মিত বাংলা ভাষায় রেওয়াজ করানো হয় তাকে।
advertisement
আরও দেখুন
বাংলা গল্প বাংলা কবিতা এখন থেকেই পড়ানো হয়। কবিতা পাঠের একটি প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডে জন্য। মাহফুজ রহমানের নাম সেখানে নথিভুক্ত করে বাবা-মা। তার বিভাগে এক নাগাড়ে ৫০ টি কবিতা কবির নাম সহ মুখস্ত বলার প্রতিযোগিতা ছিল। সেখানে অংশগ্রহণ করে তাক লাগিয়ে দেয় মাহফুজ। মাত্র ৮.৭ মিনিটে ৫০টি কবিতা কবির নাম সহ মুখস্ত বলে রেকর্ড গড়ে। এই বছর এই বয়সে এই রেকর্ড আর কারও নেই।
advertisement
তারই সুবাদে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠেছে। মা তাহসিনা আফরীন বলেন, ‘‘ছেলে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করছে। আমরা চাই ইংরেজির পাশাপাশি বাংলা ভালোভাবে শিখুক। বাড়িতে বাংলা কবিতা পড়াই। আমার ছেলে মুখস্ত খুব তাড়াতাড়ি করতে পারে। ওর এই সাফল্য আমার খুব ভালো লাগছে। মাত্র ৮ মিনিটের কিছু বেশি সময় ৫০ টি কবিতা কবির নাম সহ মুখস্ত বলে রেকর্ড গড়েছে।’’
advertisement
Harshit Singh
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
India Book of Records: পড়াশুনো ইংরাজি মাধ্যমে তাতে কী, ৮ মিনিটে ৫০ টি বাংলা কবিতা মুখস্ত বলল খুদে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement