Malda News: দেওয়ালে বড় বড় ফাটল! আতঙ্কে গাছের নীচে বসে ক্লাসে শিশুরা
Last Updated:
নব নির্মিত অঙ্গনওয়াড়ী কেন্দ্রের শিশুর আলয়ের দেওয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। আতঙ্কে শিশুদের ঘরে বসতে দিচ্ছেন না অঙ্গনওয়াড়ী কর্মী। বর্ষার মরশুমে খোলা আকাশের নীচে বসে চলছে ক্লাস।
#মালদহ: নব নির্মিত অঙ্গনওয়াড়ী কেন্দ্রের শিশুর আলয়ের দেওয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। আতঙ্কে শিশুদের ঘরে বসতে দিচ্ছেন না অঙ্গনওয়াড়ী কর্মী। বর্ষার মরশুমে খোলা আকাশের নীচে বসে চলছে ক্লাস। শিশুদের খাবারের রান্না চলছে খোলা আকাশের নীচে। দিনের পর দিন বিপজ্জনক হয়ে উঠছে শিশুর আলয়ের ঘর। মাত্র চার বছর আগেই তৈরি হয়েছে মালদহের বামনগোলা ব্লকে জগদ্দলা গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর অঙ্গনওয়াড়ী কেন্দ্রের শিশুর আলয়টি। মাত্র চার বছরেই এমন ফাটল ধরায় শিশুদের নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের কর্মীকে।
২০১৭-১৮ সালে তৈরি করা হয় কাশিমপুর গ্রামের অঙ্গনওয়াড়ী শিশু আলয়ের ঘর। এম জি এন আর জি এস ও বি সি ডাব্লু দুই তহবিল থেকে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় তৈরি করা হয় একটি ঘরটি। অভিযোগ এত টাকার দিয়ে তৈরি করা ঘর চার বছর যেতে না যেতেই ভেঙে পড়ছে। তাতে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় গ্রামের বাসিন্দারা। অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, ঠিকাসংস্থা সঠিক ভাবে কাজ না করে টাকা নয় ছয় করেছে। তারই জেরে চার বছরের মধ্যে ঘর ভেঙে পড়তে শুরু করেছে। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।
advertisement
advertisement
ঘরের অবস্থা দিনের পর দিন খারাপ হতে থাকায় বর্তমানে নিয়মিত খোলা আকাশের নিচেই চলছে রান্না। বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচে রান্না হওয়ায় অঙ্গনওয়াড়ী কর্মীদেরও সমস্যায় পড়তে হচ্ছে। বৃষ্টিতে ভিজে যাচ্ছে জ্বালানি। কারণ এখনও এই অঙ্গনওয়াড়ী কেন্দ্রে রান্না হয় উনুনে। খোলা আকাশের নিচে রান্না হওয়ায় খাবারের মধ্যে নানান নোংরা পড়ে যাওয়ার ও সম্ভাবনা থাকছে।
advertisement
ওই শিশু আলয়ে দায়িত্বে থাকা কর্মী কুন্তী বর্মন বলেন, খোলা আকাশের নিচে রান্না করতে হচ্ছে এবং ঘরের মধ্যে বাচ্চাদের ক্লাস করানো যাছে না ৷যদি কোন কারণে ভেঙ্গে পরে ঘর, কোনও বাচ্চার কোন ক্ষতি হয় তার দায় কে নেবে। এবিষয়ে বামনগোলা বিডিও রাজু কুন্ডু বলেন, এই রকম কোন খবর আমার কাছে এখনও আসেনি৷ যদি এমন কোন ঘটনা ঘটে থাকে তাহলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
First Published :
September 01, 2022 1:47 PM IST