Malda News: মোবাইলে কথা বলা নিয়ে বিবাদ, গরম ভাতের ফ্যান গায়ে ঢেলে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Malda News: গৃহবধুর অভিযোগ, মাঝে মধ্যেই তাঁর স্বামী মানসিক ও শারীরিক অত্যাচার কনরে। এদিন অত্যাচারের মাত্রা ব্যাপকহারে বৃদ্ধি পায়। প্রথমে মারধর, তার পর শরীরে গরম ভাতের ফ্যান ঢেলে দেওয়ার অভিযোগ তোলেন স্বামীর বিরুদ্ধে।
মালদহ: মোবাইলে কথা বলা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ। তার জেরে গৃহবধূর শরীরে গরম ভাতের ফ্যান ঢেলে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে পুলিশের দ্বারস্থ নির্যাতিত গৃহবধূ। থানায় লিখিত অভিযোগ দায়ের স্বামীর বিরুদ্ধে। মালদহের চাঁচল থানার আশ্রমপাড়া এলাকার ঘটনা।
গৃহবধুর অভিযোগ, মাঝে মধ্যেই তাঁর স্বামী মানসিক ও শারীরিক অত্যাচার কনরে। এদিন অত্যাচারের মাত্রা ব্যাপকহারে বৃদ্ধি পায়। প্রথমে মারধর, তার পর শরীরে গরম ভাতের ফ্যান ঢেলে দেওয়ার অভিযোগ তোলেন স্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে, ১৫ বছর আগে তাঁদের বিয়ে হয়েছে। দুই সন্তানও রয়েছে।
advertisement
গৃহবধুর অভিযোগ, বিগত ৩-৪ বছর ধরে তার স্বামী সঞ্জয় দাস তাঁকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করে। মাদকাসক্তির জন্য সঠিকভাবে কোনও কাজ করে না। সংসার চালাতে নিজেই রান্নার কাজ করেন গৃহবধূ। পরিবার এবং প্রতিবেশীরা বহুবার তাঁর স্বামীকে বোঝানোর চেষ্টা করলেও তিনি বোঝেননি।
advertisement
গৃহবধুর আরও অভিযোগ, এদিন রাতে তিনি একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে মোবাইলে কথা বলা নিয়ে বিবাদ শুরু হয় স্বামী ও স্ত্রীর মধ্যে। সেই সময় তাঁকে মারধর করা শুরু করেন স্বামী। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গায়ে গরম ভাতের ফ্যান ঢেলে খুনের চেষ্টা করেন। কোনওক্রমে পালিয়ে গিয়ে প্রতিবেশীদের সাহায্যে বাঁচেন গৃহবধূ। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসার পর আত্মীয়রা তাঁকে নিয়ে থানায় এসে স্বামীর নামে লিখিত অভিযোগ দায়ের করেন।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2023 6:35 PM IST