Maldaha Newsমালদহের চিত্তরঞ্জন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তিনটি দোকান। 

Last Updated:

রবিবার সকাল ৯ টা নাগাদ মার্কেটের দ্বিতীয় তলার একাংশ থেকে প্রথমে ধোঁয়া দেখতে পান পথচলতি মানুষ‌। ধীরে ধীরে বাড়তে থাকে কালো ধোঁয়া। দ্বিতীয় তলার তিনটি দোকানে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন।

+
title=

মালদহ- ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মালদা শহরের(Maldaha Town) চিত্তরঞ্জন পুর বাজারের(Chittaranjanpur Market) একাংশ। রবিবার সকাল ৯ টা নাগাদ মার্কেটের দ্বিতীয় তলার একাংশ থেকে প্রথমে ধোঁয়া দেখতে পান পথচলতি মানুষ‌। ধীরে ধীরে বাড়তে থাকে কালো ধোঁয়া। দ্বিতীয় তলার তিনটি দোকানে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন(Fire)।আগুনের লেলিহান শিখা বেশ কয়েকটি দোকান জুড়ে ছড়িয়ে পড়ে। রবিবারের সকালে অধিকাংশ দোকান বন্ধ থাকায় আগুন বেশি ছড়াতে পারেনি।
মার্কেট কমপ্লেক্সের যে অংশে আগুন লেগেছিল। তার উপরেই রয়েছে একটি হোটেলে। আগুন ছড়াতেই সেখান থেকে সকলকে নামানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের(Fire Brigade) দুইটি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়।প্রায় তিরিশ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বড়ো সড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় গোটা মার্কেট। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ(Englishbazar Police)। দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।ব্যাবসায়ী সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় মোট তিনটি দোকান আগুনে সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়েছে। একটি হোলসেল দোকান, একটি বিউটি পার্লার ও একটি টেইলারস দোকান সম্পূর্ন পুড়ে গিয়েছে। এছাড়াও আশেপাশের আরো বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।সব মিলিয়ে প্রায় ২০ থেকে ২৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কেট কমপ্লেক্স এর ইলেকট্রিক শট সার্কিট থেকে এদিনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রাথমিক অনুমান ব্যাবসায়ীদের ও। এর জন্য ইলেকট্রিক সাপ্লাই কে দোষারোপ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই মার্কেট কমপ্লেক্স এর ইলেকট্রিক ওয়ার বিপদজনক অবস্থায় রয়েছে। বারবার অনুরোধ করা সত্ত্বেও ইলেকট্রিক বিভাগের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া।
advertisement
হরষিত সিংহ
advertisement
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Maldaha Newsমালদহের চিত্তরঞ্জন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তিনটি দোকান। 
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement