Malda News: ১০৪ মিটার উচ্চতা থেকে শাহিনকে চোখের সামনে পড়তে দেখেন বাবা তোফিদ শেখ, তারপর

Last Updated:

Malda News: ছেলেকে নিয়ে মিজোরামে শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিলেন বাবা! তিনি ফিরলেন! ছেলের ফিরল নিথর দেহ!

+
১০৪মিটার

১০৪মিটার উচ্চতা থেকে শাহিনকে চোখের সামনে পড়তে দেখেন বাবা তোফিদ শেখ

মালদহ: সংসারের অনটন। ছেলের ইচ্ছে উচ্চশিক্ষার। তাই ছেলেকে নিয়েই মিজোরামের শ্রমিকের কাজে পাড়ি দিয়েছিলেন। দুর্ঘটনায় মিজোরামে ছেলের স্বপ্ন চাপা পড়ে রইল। চোখের সামনে ছেলের মৃত্যুর সাক্ষী রইলেন বাবা। ঘটনার চার দিনের মাথায় ছেলের কফিন বন্দি দেহ নিয়ে বাড়ি ফিরলেন বাবা।
এই দৃশ্যের সাক্ষী থাকল মালদহের চৌদুয়ার গ্রাম। মিজোরামে রেল সেতু নির্মাণের কাজে বড় ছেলে শাহিন আখতারকে (১৯) নিয়ে গিয়েছিলেন বাবা তোফিদ শেখ। বৃদ্ধ বাবার কাঁধে সংসারের ভার হালকা করতেই ছেলেও শ্রমিকের কাজ শুরু করে। ইচ্ছে ছিল ভিনরাজ্যে কাজ করে সংসারের খরচের পাশাপাশি পড়াশোনা করবে গ্রামের মেধাবী ছাত্র শাহিন আক্তার। কিন্তু মিজোরামে নির্মিয়মান রেল সেতু দূঘটনায় মৃত্যু হয় শাহিনের। ১০৪মিটার উচ্চতা থেকে শাহিনকে চোখের সামনে পড়তে দেখেন বাবা তোফিদ শেখ।
advertisement
advertisement
তার মৃতদেহ মালদহে নিয়ে আসেন তিনি। চোখের জল মুছতে মুছতে তোফিদ শেখ বলেন আমি নিচে ছিলাম। ছেলে সেতুর উপরে ছিল। আমার চোখের সামনেই সেতুটা ভেঙে পড়ে গেল। ছেলেকে বাঁচাতে পারলাম না। তোফিক সেখ জানান গত মাসের ৩ তারিখে ছেলেকে নিয়ে মিজোরামে গিয়েছিলাম। শাহীন আক্তার বড় ছেলে। ছোট ছেলে বাড়িতে রয়েছে।শাহীন উচ্চমাধ্যমিক ৪১০নম্বর পেয়ে পাশ করেছিল। নার্স হওয়ার ট্রেনিং করবে এমনটা ভেবেছিল। ভিনরাজ্যে শ্রমিকের কাজ করে সংসার চালিয়েছেন তোফিদ। এখন বয়স হয়েছে। বাবার কাঁধে নয় , নিজের পড়াশোনার ভাঁড় নিজের কাঁধে নেওয়ার তাগিদে মিজোরামে রেলসেতু নির্মাণকাজে শ্রমিক হিসাবে বাবার হাত ধরছিল। কিন্তু এক ভয়ঙ্কর দূঘটনা সব কেড়ে নিল।আগামীতে কি করবেন তোফিদ শেখ তা জানেন না। তবে ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা তাঁর স্মৃতি থেকে মলিন হওয়া তা অসম্ভব। ছেলের স্মৃতি আঁকড়ে তোফিদের কান্না কাঁদিয়ে দিল সকলকে।
advertisement
Harshit Singh
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ১০৪ মিটার উচ্চতা থেকে শাহিনকে চোখের সামনে পড়তে দেখেন বাবা তোফিদ শেখ, তারপর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement