Malda News- অটুট থাকুক ভ্রাতৃত্বের বন্ধন, খুশির ইদে নামাজ পাঠের মধ্যে দিয়ে দোয়া মহিলাদের

Last Updated:

মালদহর হায়দারপুরে নামাজ পাঠ করলেন মহিলারা। প্রায় দুই শতাধিক মহিলা অংশগ্রহণ করেন এবারের নামাজ পাঠে

+
null

null

#মালদহ- ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখতে, পবিত্র ইদের নামাজ পাঠের মধ্যে দিয়ে দোয়া করলেন মহিলারা। দীর্ঘ এক মাস রমজানের পর প্রতিবছরের মতো এবারও মালদহ শহরের হায়দারপুরে পবিত্র ইদের নামাজ পড়তে হাজির হয়েছিলেন মহিলারা। ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি দীর্ঘ দুই বছরের করোনা পরিস্থিতি কেটে ওঠায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন সকলে মিলে। ইদের নামাজ পাঠের মধ্যে দিয়ে সমাজের প্রতিটি মানুষের জন্য দোয়া কামনা করলেন যাতে ভেদা- ভেদ ভুলে সকল শ্রেণির মানুষ একসাথে একত্রিত হয়ে সমাজে থাকতে পারে। অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা সহ হানাহানি বন্ধের উদ্দেশ্যে সকলে মিলে একত্রিত হয়ে প্রার্থনায় সামিল হলেন। মালদহ শহরের প্রায় দুই শতাধিক মহিলা এবার পবিত্র ইদের নামাজে অংশগ্রহণ করেন। খুদেরাও নামাজে সামিল হয়ে সমাজের ভালোর জন্য প্রার্থনা করল। নামাজ পাঠ শেষে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন সকলে।
মালদহে আগে মহিলাদের নামাজ পাঠের কোন জায়গা ছিলনা। ২০০১ সালে মহিলা নামাজ পাঠের কমিটি তৈরি হয়। মালদহ শহরের কিছু মহিলারা একত্রিত হয়ে এই নামাজ পাঠ কমিটি তৈরি করে। মুসলিম মহিলা জনকল্যাণ কমিটির পক্ষ থেকে প্রতিবছর হায়দারপুরে নামাজ পাঠের আয়োজন করা হয়। তবে করোনা পরিস্থিতিতে মাঝে দুই বছর বন্ধ করা হয়েছিল ইদের নামাজ। জমায়েত বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার করোনা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক সমস্ত কিছু। তাই এবার ইদের নামাজ পড়তে হাজির হয়েছিলেন মহিলারা।
advertisement
এদিন উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়িকা সাবিত্রী মিত্র, স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলর গায়ত্রী ঘোষ। তারাও এদিন পবিত্র ইদের নামাজ পড়েন সকলের সাথে। মহিলা নামাজ কমিটির সম্পাদিকা সামিরারা বেগম, মহিলাদের এবার নামাজ পাঠ করান। পবিত্র ইদের প্রার্থনার মধ্য দিয়ে তিনি সকলের মঙ্গল কামনা করেন। পাশাপাশি স্থানীয় সমাজ ও প্রশাসনের সক্রিয় সহযোগিতার প্রতি সহানুভূতি জানান। সামিরার বেগম বলেন, "এ বছর আমরা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে নামাজ পাঠ করলাম। সম্প্রীতি অটুট বন্ধন যাতে অক্ষুন্ন থাকে সেই দোয়া করলাম আল্লাহর কাছে।"
advertisement
advertisement
Harashit Singha
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News- অটুট থাকুক ভ্রাতৃত্বের বন্ধন, খুশির ইদে নামাজ পাঠের মধ্যে দিয়ে দোয়া মহিলাদের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement