Durga Puja 2022: বাজি দিয়ে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা! শব্দ দূষণ রোধের বার্তা দিতে চমক
- Published by:Pooja Basu
Last Updated:
থিমের প্রতিমায় শব্দ দূষণ প্রতিরোধের বার্তা দিতে অভিনব উদ্যোগে চমক মৃৎশিল্পীর। প্রায় দশ হাজারের বেশি বাজি পটকা দিয়েই তৈরি করছেন দেবী দূর্গা। প্রতিমার মাটির প্রলেপের উপর থাকছে আতসবাজির কারুকার্য।
#মালদহ: থিমের প্রতিমায় শব্দ দূষণ প্রতিরোধের বার্তা দিতে অভিনব উদ্যোগে চমক মৃৎশিল্পীর। প্রায় দশ হাজারের বেশি বাজি পটকা দিয়েই তৈরি করছেন দেবী দূর্গা। প্রতিমার মাটির প্রলেপের উপর থাকছে আতসবাজির কারুকার্য। এমনকি দেবী দূর্গা থেকে গনেশ ,কার্তিক, লক্ষ্মী, সরস্বতীর সাজ হচ্ছে বিভিন্ন প্রকারের আতসবাজি দিয়ে। তুবড়ি, চড়কি, রকেট, চকলেট বোমা ও নাগিন আতসবাজি সহ বিভিন্ন প্রকার বাজি পটকা ব্যবহার করা হচ্ছে প্রতিমার সাজে। দূর্ঘটনা এড়াতে সমস্ত বাজি থেকে বারুদ বার করে নেওয়া হচ্ছে।কোন রং বা সাধারণ সাজ একেবারেই থাকছে না। মালদহ শহরের হাটখোলা সার্বজনীন দুর্গাপুজোর মন্ডপে দেখা যাবে এই আতসবাজির দেবী দূর্গা।
আরও পড়ুন Durga puja 2022: দুর্গাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় জঙ্গিপুরের ঘোষাল বাড়িতে,কেন জানেন?
শব্দবাজি নিষিদ্ধ। বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে সচেতন করা হয়ে থাকে এই সম্পর্কে। এই চিন্তাভাবনা থেকেই মৃৎশিল্পী সুশান্ত সরকারের এমন চিন্তা ভাবনা। আতসবাজি পোড়ানোর ফলে শব্দ দূষণের সঙ্গে বায়ু দূষণ ব্যাপক ভাবে হয়। বিভিন্ন উৎসব, পুজো ও অনুষ্ঠানে সাধারণ মানুষ তারপরেও ব্যাপক হারে বাজি পটকা পোড়ান। বিশেষ করে দীপাবলী বা কালিপুজোয় বেশি বাজি পটকা পোড়ানো হয়। এমনকি দুর্গাপুজোয় এখন ব্যাপক হারে আতসবাজি পোড়ানোর হয়। শব্দবাজি ছাড়াও যে উৎসব হয়, সেই বার্তা দিতেই শিল্পীর এমন চিন্তা ভাবনা।
advertisement
advertisement
'নিঃশব্দে আলোকের ঝর্ণা ধারা'। এই থিমের মাধ্যমে আতসবাজির ক্ষতির দিক গুলো তুলে ধরা হবে। বাজি পটকা দূর্গা প্রতিমা তৈরির পাশাপাশি সচেতনতার বার্তা দিতে থাকছে বিভিন্ন মডেল। শব্দবাজি সংক্রান্ত বিভিন্ন দিক গুলো তুলে ধরা হবে মডেলের মধ্যে দিয়ে। বর্তমানে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিবছর নিত্য নতুন থিমের প্রতিমা তৈরি করে দর্শনার্থীদের চমক দিয়ে থাকেন মৃৎশিল্পী সুশান্ত সরকার। এই বছরেও দর্শনার্থীদের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার সঙ্গে অভিনব দূর্গা প্রতিমা তৈরি করছেন। তিনি আশাবাদী মানুষের কাছে আকর্ষণীয় হবে এই অভিনব প্রচেষ্টা।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
First Published :
September 15, 2022 5:01 PM IST