Terrible Robbery: কালো কাপড়ে মুখ ঢেকে ঢুকল ১০ জন! গভীর রাতে এরপর কী হল মাছ ব্যবসায়ীর বাড়িতে
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
মালদহের মাছ ব্যবসায়ীর বাড়িতে ভয়ঙ্কর ডাকাতি। কালো কাপড়ে মুখ ঢেকে ১০ ডাকাতের দল ঢুকেছিল বাড়িতে! লুঠে নিয়ে গিয়েছে সবকিছু
মালদহ: মৎস্য ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসী ডাকাতি। মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুট করে নিয়ে গেল সবকিছু। মালদহের চাঁচলের ঘটনা। নগদ ৩ লক্ষ টাকা ও ৬ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল।
বৃহস্পতিবার গভীর রাতে চাঁচলের অশ্বিনপুর গ্রামের মাছ ব্যবসায়ী মানোয়ার হোসেনের বাড়িতে হানা দেয় ডাকাতের দল। বাড়ির নিচে রাখা বাঁশের মই বেয়ে তারা ছাদে ওঠে। এরপর ছাদের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ১০ সদস্যের ডাকাত দলটি। মাছ ব্যবসায়ী মানোয়ার হোসেনের দাবি, তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লকার ও আলমারির চাবি নিয়ে নেয় ডাকাতরা। এরপর আলমারি ও লকার খুলে নগদ ৩ লক্ষ টাকা ও ৬ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয়। পালানোর সময় ডাকাত দলটি ওই মাছ ব্যবসায়ীর মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে অচৈতন্য করে দেয়। জানা গিয়েছে, অচৈতন্য অবস্থায় মানোয়ার হোসেন নামে ওই ব্যবসায়ীকে বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দেয় ডাকাতরা।
advertisement
advertisement
এই চঞ্চল্যকর ডাকাতির খবর জানাজানি হতেই শুক্রবার ভোরে এসে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। এরপর থানায় গিয়ে পুলিশের কাছে ডাকাতির লিখিত অভিযোগ দায়ের করেন ওই মাছ ব্যবসায়ী। তিনি বলেন, "আমরা স্বামী-স্ত্রী দু'জনে বাড়িতে থাকি। বৃহস্পতিবার গভীর রাতে সিঁড়ি বেয়ে ছাদে ওঠে একদল দুষ্কৃতি। প্রত্যেকের মুখ কাপড় বাধা ছিল। আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আলমারি ও লকারের চাবি হাতিয়ে নেয়। এরপর সব লুঠ করে ওরা পালায়।" এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত এলাকার মানুষ।
advertisement
এই দুঃসাহসিক ডাকাতির তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2023 11:23 AM IST