Malda News: আবাস যোজনার নাম পরিবর্তন নিয়ে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর, দিলেন সতর্কতার দাওয়াই
- Published by:Uddalak B
- hyperlocal
Last Updated:
তিনি মঙ্গলবার মালদহে আসেন। জেলায় তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। এছাড়াও তিনি আবাস যোজনা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেবেন।
#মালদহ: আবাস যোজনার তালিকা নিয়ে একাধিক অভিযোগ মালদহ জেলায়। জেলার সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরে একাধিক অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মালদহে তদন্তে আসে তিন জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল। ইতিমধ্যে তাঁরা তদন্ত করে গিয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের পর এ বার মালদহে আসলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কপিল মোড়েশ্বর পাতিল।
তিনি মঙ্গলবার মালদহে আসেন। জেলায় তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। এছাড়াও তিনি আবাস যোজনা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেবেন। কোন এলাকায় বেশি অভিযোগ জমা পড়েছে, কি বিষয়ে অধিক অভিযোগ, এই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখবেন তিনি এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন - UPI Transaction Incentive: ইউপিআই ট্রানসকশনে ইনসেনটিভ, দুপুরেই বড় ঘোষণা করতে পারে কেন্দ্র
advertisement
advertisement
আরও পড়ুন - হতে পারে বৃষ্টি, তুষারপাত, ভেঙে পড়ার আশঙ্কায় যেন কাঁটা হয়ে আছে যোশীমঠ
মঙ্গলবার বন্দে ভারত এক্সপ্রেসে সকাল সাড়ে দশটা নাগাদ মালদহে আসেন কেন্দ্রীয় মন্ত্রী কপিল মোড়েশ্বর পাতিল। মালদহে এ দিন মন্ত্রীর দলীয় বৈঠক ছাড়া একাধিক কর্মসূচি রয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।
এ দিন স্টেশনে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে। কারণ রাজ্য গুলি এই প্রকল্পের নাম নিজেদের মতো করে বদলে দিচ্ছে। আবাস যোজনার দুঃস্থ মানুষদের ঘর পাওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে উঠছে। কিছুদিন আগেই কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের পক্ষ থেকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল মালদহে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বিষয়টি নিয়ে তদন্ত করে গিয়েছেন। সেই তদন্তের রিপোর্ট সংশ্লিষ্ট দফতরে জমা পড়বে। তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
advertisement
এদিন বিজেপি দলের কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানাতে মালদহ টাউন স্টেশনে উপস্থিত হয়েছিলেন দলেরই বিধায়ক গোপালচন্দ্র সাহা, ইংরেজবাজার পুরসভার বিজেপি কাউন্সিলর সুতপা মুখোপাধ্যায় , ছিলেন দলের সাধারণ সম্পাদক তাপস গুপ্ত-সহ অন্যান্যরা।
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 2:31 PM IST