Malda News: মালদহে ব্রাউন সুগার তৈরির কারখানার সন্ধান!
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এতদিন ব্রাউন সুগার উদ্ধার হত, এবার তার কারখানার খোঁজ পাওয়া গেল! যা নিয়ে কৌতুহল তুঙ্গে উঠেছে
#মালদহ: চারিদিকে বাঁশবাগান। তার মাঝে নিরিবিলি জায়গায় মাটির নিচে ব্রাউন সুগার তৈরির কারখানা! সেখানে হানা দিয়ে পুলিশ উদ্ধার করল প্রচুর পরিমাণে ব্রাউন সুগার তৈরির সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের কালিয়াচক থানার শ্রীরামপুর গ্রামে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি পুলিশ। এই ঘটনায় পুলিশের অনুমান, উদ্ধার হওয়া সামগ্রী দিয়েই ব্রাউন সুগার তৈরির করা হত।
মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ হানা দেয় শ্রীরামপুর গ্রামে। সেখানে একটি গোপন ডেরায় এই ব্রাউন সুগার তৈরির কাজ চলত। মাটির নিচে ছিল কারখানা।
advertisement
সেই কারখানা থেকে পুলিশ উদ্ধার করেছে ৪০ টি ক্লোরাইড বোতল, ১৮২ কেজি সোডিয়াম সালফেট অ্যানহাইড্রাস, তিনটি প্লাস্টিকের পাত্র, "জ্যাম কর্ড" (স্থানীয় নাম) ৫০০ গ্রাম, একটি বড় সাইজের অ্যালুমিনিয়ামের টব, একটি স্টিলের পাত্র, দুইটি প্লাস্টিকের বালতি, দুইটি সাদা কাপড়, একটি বাঁশ, প্লাস্টিকের মগ ও স্টিলের চামচ।
advertisement
পুলিশের প্রাথমিক অনুমান, এই সমস্ত সামগ্রী দিয়েই ব্রাউন সুগার তৈরি করা হত। তবে এখানে থেকে ব্রাউন সুগার উদ্ধার হয়নি। এই ঘটনার পেছনে তিনজন জড়িত আছে অনুমান পুলিশের। ইতিমধ্যে তাদের খোঁজে শুরু হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে কালিয়াচক থানার পুলিশের পক্ষ থেকে।
এতদিন ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। এবার তার কারখানার হদিস মেলায় জল্পনা তুঙ্গে উঠেছে।
advertisement
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
January 04, 2023 10:21 PM IST